রজত-হত্যা মামলায় পেশ হল চার্জশিট

এ বার শুরু হবে বিচার প্রক্রিয়া। পুলিশ সূত্রের খবর, এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটও পেশ করা হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩২
Share:

অনিন্দিতা পাল

নিউ টাউনের আইনজীবী রজত দে খুনের মামলায় ৮১ দিনের মাথায় বারাসত আদালতে চার্জশিট পেশ করল বিধাননগর পুলিশ। তাতে এই ঘটনায় রজতের স্ত্রী অনিন্দিতা পালকে দায়ী করা হয়েছে। তবে চার্জশিটে তাঁর বাবা, মা এবং ভাইয়ের নাম রাখা হয়নি। এ বার শুরু হবে বিচার প্রক্রিয়া। পুলিশ সূত্রের খবর, এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটও পেশ করা হতে পারে।

Advertisement

প্রসঙ্গত, রজত-হত্যা মামলা ঘিরে শুরু থেকেই দেখা দিয়েছিল রহস্য। সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, অনিন্দিতাই যে তাঁর স্বামীকে খুন করেছেন, তার স্বপক্ষে ইতিমধ্যেই বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ পেশ করা হয়েছে। পাশাপাশি, চার্জশিটে তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগও আনা হয়েছে। মোট ৩৯ জন সাক্ষ্য দিয়েছেন এই মামলায়।

পুলিশ সূত্রের খবর, ২০১৮ সালের ২৫ নভেম্বর রাতে নিউ টাউনের বাড়িতে সংজ্ঞাহীন হয়ে পড়েন রজত। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পরে রজতের পরিবার তাঁর স্ত্রী অনিন্দিতা, শ্বশুর অলোক পাল, শাশুড়ি শবরী পাল এবং শ্যালক অভীক পালের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে বয়ানে একাধিক অসঙ্গতি দেখা দেওয়ায় অনিন্দিতাকে গ্রেফতার করে পুলিশ। ময়না-তদন্ত থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার রিপোর্টের মাধ্যমে তদন্তকারীরা দাবি করেছেন, মোবাইল চার্জারের তার দিয়ে শ্বাসরোধ করে রজতকে খুন করেন অনিন্দিতা।

Advertisement

অনিন্দিতার আইনজীবী চন্দ্রশেখর বাগ জানিয়েছেন, চার্জশিটের নথি এখনও হাতে পাননি তিনি। তবে জানতে পেরেছেন, অনিন্দিতাকে দায়ী করা হয়েছে এবং চার্জশিট থেকে বাকি তিন জনের নাম বাদ দিয়েছে পুলিশ। তাঁর অবশ্য অভিযোগ, পুলিশ পুরো ঘটনাটি সাজিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন