Chhatra Parishad Agitation

উপাচার্যের অপসারণ চেয়ে রাজভবন অভিযান

সংগঠনের নেতা-কর্মীরা বৃহস্পতিবার মিছিল করে রাজভবনের দিকে গেলে পুলিশ বাধা দেয় এবং দু’পক্ষে ধস্তাধস্তি বাধে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৪০
Share:

ছাত্র পরিষদের রাজভবন অভিযান ও পুলিশের ধরপাকড়। নিজস্ব চিত্র।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের পদ থেকে শুভ্রকমল মুখোপাধ্যায়ের অপসারণ এবং তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের-সহ বিভিন্ন দাবিতে রাজভবন অভিযান করল ছাত্র পরিষদ। আরএসএস-কে নিষিদ্ধ করা এবং রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি জানিয়েছে তারা। সংগঠনের নেতা-কর্মীরা বৃহস্পতিবার মিছিল করে রাজভবনের দিকে গেলে পুলিশ বাধা দেয় এবং দু’পক্ষে ধস্তাধস্তি বাধে। তাতে সংগঠনের দু’জন জখম হয়েছেন বলে দাবি। সংবিধান প্রণেতা নন বি আর অম্বেডকর, সম্প্রতি শুভ্রকমল এমন মন্তব্য করেছিলেন। তার সূত্রেই ছাত্র পরিষদের বক্তব্য, অম্বেডকরকে কটূক্তি করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নিয়োগ করা ‘বিজেপি-আরএসএসপন্থী’ উপাচার্য এবং ওই মন্তব্যে তাঁর দলিত-বিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে। অযোধ্যায় রামলালার মূর্তি প্রতিষ্ঠার দিন দেশ সত্যিকারের স্বাধীনতা পেয়েছিল বলে আরএসএস প্রধান মোহন ভাগবত যে মন্তব্য করেছিলেন, তার বিরোধিতাতেও ফের সরব হয়েছেন ছাত্র পরিষদ নেতৃত্ব। রাজভবন অভিযানে যোগ দিয়েছিলেন ছাত্র পরিষদের সহ-সভাপতি পাপাই ঘোষ, কলকাতা জেলা সভাপতি দেবজ্যোতি দাস-সহ অন্যেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন