অজুহাত নয়, ঠিক করুন লো-ভোল্টেজ

এ বার বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠকে গিয়ে বারবার লো-ভোল্টেজ নিয়ে নানান প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। এ দিনও দক্ষিণ ২৪ পরগনার পৈলানে প্রশাসনিক বৈঠকে লো-ভোল্টেজ ও গ্রামীণ বিদ্যুদয়নের কাজ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। আর তাতে ফের ক্ষুব্ধ হয়ে ওঠেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০১৭ ০৩:২৪
Share:

নদিয়া, হাওড়া, ব্যারাকপুরের পরে দক্ষিণ ২৪ পরগনা। লো-ভোল্টেজের সমস্যা নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পৈলানে প্রশাসনিক বৈঠকে তিনি আবার প্রশ্ন তোলেন, আলো টিমটিম করে জ্বলবে কেন? টিভি কেন ঝিরঝির করে চলবে? দক্ষিণ ২৪ পরগনায় লো-ভোল্টেজ সমস্যা মেটাতে হাওড়ার মতো টাস্ক ফোর্স গড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

এ বার বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠকে গিয়ে বারবার লো-ভোল্টেজ নিয়ে নানান প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। এ দিনও দক্ষিণ ২৪ পরগনার পৈলানে প্রশাসনিক বৈঠকে লো-ভোল্টেজ ও গ্রামীণ বিদ্যুদয়নের কাজ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। আর তাতে ফের ক্ষুব্ধ হয়ে ওঠেন মমতা। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার চেয়ারম্যান রাজেশ পাণ্ডেকে তিনি বলেন, ‘‘এই জেলায় অনেক লো-ভোল্টেজ পকেট রয়েছে। সেগুলো ঠিক করতে হবে। আমি কোনও অজুহাত শুনবো না।’’ কোথায় কোথায় লো-ভোল্টেজের সমস্যা আছে, তার তালিকা তাঁর কাছে আছে বলে জানিয়ে দেন মমতা।

পাণ্ডে মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, ২০১১ সালের আগে দক্ষিণ ২৪ পরগনায় গ্রামীণ বিদ্যুদয়নের কাজে নানা ধরনের সমস্যা ছিল। তবে ছ’বছরে ৯৭% মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। তিনি জানান, মগরাহাটে তাঁরা একটি ৩২ কেভির সাবস্টেশন বসাচ্ছেন। এ বছরের মধ্যে সেটি হলে লো-ভোল্টেজের সমস্যা অনেকটাই মিটবে।

Advertisement

বণ্টন সংস্থার চেয়ারম্যানের বক্তব্যে অবশ্য মন ভেজেনি মুখ্যমন্ত্রীর। তিনি জানান, ক্যানিং, বাসন্তী, গোসাবা, মথুরাপুর, নামখানা, পাথরপ্রতিমার অধিকাংশ ব্লকেই লো-ভোল্টেজের সমস্যা রয়েছে। যত দ্রুত সম্ভব এই সমস্যা মেটাতে হবে। লো-ভোল্টেজের দরুন বাড়িতে টিমটিমে আলো জ্বলবে, পড়াশোনা করা যাবে না, এটা কোনও মতেই চলতে দেওয়া যাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন