জেলা সফরে যাবেন মমতা, অভিষেকও

অভিষেকের জেলা সফর শুরু হবে হাওড়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার জেলাগুলো দিয়ে। বিজয়া সারতে সোমবার সন্ধ্যায় কালীঘাটের পটুয়াপাড়ার একেবারে মুখে ফুটপাথেই চেয়ার-টেবিল পেতে বসেছিলেন অভিষেক। সেখানেই তিনি বলেন, ‘‘কালীপুজো মিটলে জেলা সফরে যাব। দু’তিনটে ব্লক ধরে ধরে সংগঠনের কর্মীদের নিয়ে বৈঠক করব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ০২:৪০
Share:

ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারে আসার পরে মমতা দ্বিতীয় দফায় জেলা সফর শুরু করছেন ওই দিন থেকে। এই সফর মূলত প্রশাসনিক এবং উন্নয়ন প্রকল্পের পর্যালো‌চনাকেন্দ্রিক হওয়ার কথা। কালীপুজো মিটলে জেলা সফরে বেরোবেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিতে প্রাথমিক ভাবে দক্ষিণবঙ্গের জেলা ধরে ধরে জনসংযোগে বাড়তি নজর দিতে চাইছেন তিনি।

Advertisement

অভিষেকের জেলা সফর শুরু হবে হাওড়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার জেলাগুলো দিয়ে। বিজয়া সারতে সোমবার সন্ধ্যায় কালীঘাটের পটুয়াপাড়ার একেবারে মুখে ফুটপাথেই চেয়ার-টেবিল পেতে বসেছিলেন অভিষেক। সেখানেই তিনি বলেন, ‘‘কালীপুজো মিটলে জেলা সফরে যাব। দু’তিনটে ব্লক ধরে ধরে সংগঠনের কর্মীদের নিয়ে বৈঠক করব।’’

আরও পড়ুন: জাল সইয়ে গায়েব ৭ লক্ষ, ভুলের মাসুল গুনবে ব্যাঙ্ক

Advertisement

তবে অভিষেক পঞ্চায়েত ভোটের আগে পুরোদস্তুর সাংগঠনিক প্রস্তুতি নিতেই এই জেলা সফরে যাচ্ছেন বলে তৃণমূল সূত্রের খবর। হায়দরাবাদে চোখের অস্ত্রোপচারের পরে এখন অনেকটাই সুস্থ অভিষেক। পুজোর দিনগুলোয় উদ্বোধনের পাশাপাশি নিজের পছন্দের বেশ কয়েকটা পুজোমণ্ডপে ঢুঁ মেরেছেন যুব সভাপতি।

রবিবার থেকেই কালীঘাটের বাড়িতে সাধারণ মানুষ এবং দলের নেতা-কর্মীদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা-সাক্ষাৎ করছেন তৃণমূল নেত্রী। দুর্গাপুজো, মহরম সব শান্তিতে মিটে যাওয়ার পরে সোমবার তিনি ফেসবুক ও টুইটারে পুলিশ, পুজো সংগঠক, সাধারণ মানুষ এবং প্রচারমাধ্যমকে ধন্যবাদ জানান। তাঁর বক্তব্য, ‘‘সকলের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন