State news

কাজ না করায় শিশু শ্রমিককে তুলে আছাড়

শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকার বালুমাটির গাংরুলে। অভিযুক্ত ওই দোকানদার রিঙ্কু শেখ চম্পট দিয়েছেন। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডোমকল শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ১৬:০৫
Share:

জখম: মায়ের সঙ্গে সিনারুল। নিজস্ব চিত্র

জল দিতে দেরি করায় এক শিশুকে তুলে আছাড় মারলেন দোকান মালিক। মাথায় গুরুতর চোট নিয়ে ওই শিশুটি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকার বালুমাটির গাংরুলে। অভিযুক্ত ওই দোকানদার রিঙ্কু শেখ চম্পট দিয়েছেন। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, দশ বছরের ওই শিশুটির নাম মিনারুল শেখ। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম মিনারুলের আরও তিন ভাই এবং তিন বোন রয়েছে। তাঁদের পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে, রোজ সকালে খাবারের খোঁজে সে গ্রামের নানা দোকানে জল বয়ে দেয়। বিনিময়ে দোকানদাররা কেউ তাকে বিস্কুট, কেউ বা মিষ্টি তো কেউ চা খেতে দেন। এ ভাবেই নিজের এবং ভাই-বোনেদের জন্য টুকটাক খাবার জোগাড় করে সে।

আরও পড়ুন: এ বার সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে ‘মন্ত্র’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন