CITU

শ্রমিক মেলায় ফের সিটুর বিক্ষোভ, লাঠি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ০৫:১২
Share:

সোদপুরে শ্রমিক মেলায় সিটুর বিক্ষোভ ও পুলিশের লাঠি। নিজস্ব চিত্র।

দু’দিন আগেই শ্রমিক মেলা ঘিরে বিক্ষোভ হয়েছিল কলকাতায়। এ বার উত্তর ২৪ পরগনার সোদপুরে মেলার বাইরে বিক্ষোভ ও রাস্তায় অবস্থানকে কেন্দ্র করে সিটুর সঙ্গে ধস্তাধস্তি বাধল পুলিশের। ওই মেলায় রবিবার গিয়েছিলেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাজি ও সাংসদ সৌগত রায়। সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ শুরু হলে বাধা দেয় পুলিশ। দু’পক্ষে ধস্তাধস্তি বাধে। বিক্ষোভকারীরা তখন সোদপুর-মধ্যমগ্রাম রোডে মুড়াগাছায় অবস্থান শুরু করলে পুলিশ লাঠি চালায়, কয়েক জনকে গ্রেফতারও করে। সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু ও রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়ের অভিযোগ, গার্গী-সহ তাঁদের বেশ কয়েক জন নেতা-কর্মী আক্রান্ত হয়েছেন। শ্রমিকেরা সরকারি প্রকল্পের সুবিধা ঠিকমতো পাচ্ছেন না বলে তাঁরা শ্রমিক মেলা বয়কটের ডাক দিয়েছেন। অন্য দিকে, মেলার নামে ‘মোচ্ছব’ চলছে! বাম আমলের চেয়ে পরিস্থিতি অনেক ভাল বলে পাল্টা দাবি করেছেন নির্মলবাবুরা। আর সিটু এ দিনের ঘটনার জেরে আজ, সোমবার ঘোলা-সহ অন্যত্রও প্রতিবাদের ডাক দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement