চাঁদা তুলতে গিয়ে তৃণমূলের হাতে প্রহৃত সিটুকর্মীরা

উত্তরবঙ্গের চা শ্রমিকদের সাহায্যার্থে চাঁদা তুলতে গিয়ে সিটুকর্মীদের উপর মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বেলেঘাটার রাসমণি বাজারে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৬ ১৯:২৭
Share:

উত্তরবঙ্গের চা শ্রমিকদের সাহায্যার্থে চাঁদা তুলতে গিয়ে সিটুকর্মীদের উপর মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বেলেঘাটার রাসমণি বাজারে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ বেলেঘাটার রাণি রাসমনি বাজারে চাঁদা সংগ্রহ অভিযানে নামেন বেলেঘাটা এলাকার সিটুকর্মীরা। স্থানীয় সিটুনেতা লাল্টু ভট্টাচার্য বলেন, ‘‘বন্ধ চা বাগানের শ্রমিকদের সাহায্যে রাজ্য জুড়েই সিটুর তরফে চাঁদা সংগ্রহের কাজ চলছে। সেইমতো বেলেঘাটার রাসমণি বাজারে রবিবার সকাল থেকেই চাঁদা তোলা হচ্ছিল।’’ তাঁর অভিযোগ, ‘‘চল্লিশ মিনিট চাঁদা সংগ্রহের পর হঠাৎ শ্যামল বসু, বান্টি ঘোষ, লাকি-সহ তৃণমূল আশ্রিত স্থানীয় দুষ্কৃতীরা আমাদের কর্মীদের উপর চড়াও হয়। হাতে লোহার রড দিয়ে পেটাতে থাকে। সিপিএম করা যাবে না বলে তাঁরা হুমকি দিতে থাকে।’’ তিনি জানান, আমাদের দলের কর্মী অভিজিৎ চট্টোপাধ্যায়ের হাত ভেঙে দেওয়া হয়। আরেক কর্মী অভিজিৎ মিত্রের চোখে আঘাত করে তৃণমূলের কর্মীরা। আহত হন আরেক কর্মী। ঘটনার সময় সিটুকর্মীদের হাতে পতাকা কেড়ে ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। আহত দুই সিটু কর্মীকে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।

এদিন ঘটনার পর সিটুর তরফে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর অলোকানন্দা দাস বলেন, ‘‘অভিযুক্তরা আমাদের দলের কর্মী নন। ভোট আসছে। সিপিএম তাই রাজনীতি শুরু করে দিয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন