সিভিক পুলিশের কাজ থাকছে ৬ মার্চ পর্যন্ত

রাজ্যের সিভিক পুলিশদের কাজের মেয়াদ ৬ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চ। সিভিক পুলিশ নিয়োগ নিয়ে রাজ্য সরকারের আপিল মামলার শুনানি হবে ২৮ ফেব্রুয়ারি।

Advertisement
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৪৪
Share:

রাজ্যের সিভিক পুলিশদের কাজের মেয়াদ ৬ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চ। সিভিক পুলিশ নিয়োগ নিয়ে রাজ্য সরকারের আপিল মামলার শুনানি হবে ২৮ ফেব্রুয়ারি। নতুন অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত মঙ্গলবার আদালতে আর্জি জানান, তিনি সবে দায়িত্ব নিয়েছেন। আপিল মামলার বিষয়বস্তু জানতে তাঁকে কিছু সময় দেওয়া হোক। আদালত তাঁর আবেদন মঞ্জুর করে। বাঁকুড়ার সারেঙ্গা ও বারিকুল থানা এলাকায় সিভিক পুলিশ নিয়োগের পদ্ধতি ত্রুটিপূর্ণ ছিল বলে মন্তব্য করে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় গত মে মাসে সেই নিয়োগ বাতিলের নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement