Text Book

সব স্কুলে পৌঁছয়নি দ্বাদশের বাংলা বই

শিক্ষকদের প্রশ্ন, কবে পৌঁছবে বই? কবেই বা পড়ুয়ারা পড়াশোনা করবে?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ০৯:০৩
Share:

সেপ্টেম্বরে তৃতীয় সিমেস্টারের পরীক্ষা। —প্রতীকী চিত্র।

গরমের ছুটির পরে সোমবার খুলেছে সরকারি, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব স্কুল। কিন্তু এখনও অধিকাংশ স্কুলে পৌঁছয়নি দ্বাদশ শ্রেণির বাংলা বই। এমনই অভিযোগ বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকদের। এ দিকে, সেপ্টেম্বরে তৃতীয় সিমেস্টারের পরীক্ষা। শিক্ষকদের প্রশ্ন, কবে পৌঁছবে বই? কবেই বা পড়ুয়ারা পড়াশোনা করবে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘সব জেলার স্কুল পরিদর্শকের কাছে বাংলা বই পৌঁছে গিয়েছে। সেখান থেকে সার্কল অফিসের মাধ্যমে অনেক স্কুল বই পেয়েও গিয়েছে। তবে, কয়েকটি জেলার স্কুলে দ্বাদশে পড়ুয়ার সংখ্যা ঠিক ভাবে পায়নি জেলা স্কুল পরিদর্শকের অফিস। ফলে সংশ্লিষ্ট স্কুলগুলিতে বই দেওয়া হলে হিসাব মেলাতে কিছু অসুবিধা হতে পারে। তাই ওই সব জেলার স্কুল পরিদর্শকেরা এখনও বই বণ্টন করেননি। বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে সেগুলি দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন