হিমঘর খালি নভেম্বরে

রাজ্যের হিমঘরগুলিতে ৬০ লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্তের দাবি। ৩০ নভেম্বরের মধ্যে সব হিমঘরই ফাঁকা করে দিতে হবে। বুধবার তপনবাবুর সঙ্গে হিমঘর-মালিক ও আলু ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১৯
Share:

রাজ্যের হিমঘরগুলিতে ৬০ লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্তের দাবি। ৩০ নভেম্বরের মধ্যে সব হিমঘরই ফাঁকা করে দিতে হবে। বুধবার তপনবাবুর সঙ্গে হিমঘর-মালিক ও আলু ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ মার্চের আগে হিমঘরে নতুন আলু রাখা যাবে না। মন্ত্রীর দাবি, এখন মফস্‌সলে ১৬-১৭ টাকা এবং শহরে ২০ টাকা কিলোগ্রাম দরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে। কিন্তু ক্রেতারা জানাচ্ছেন, কলকাতায় অধিকাংশ বাজারে ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ওই আলু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement