Dengue

কলেজ মশা মারছে তো, চাই রিপোর্ট

তার পরে যাদবপুরের ক্যাম্পাস পরিদর্শনে যান কলকাতা পুরসভার মেয়র-পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ। ক্যাম্পাসের ভিতরে ডাঁই হয়ে থাকা জঞ্জাল, যত্রতত্র জমা জল দেখতে পান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭ ০৩:২৪
Share:

ছাত্রছাত্রী ভর্তি নিয়ে টানাপড়েন, ছাত্রভোটের বদলে অরাজনৈতিক ছাত্র কাউন্সিল গঠনের সরকারি সিদ্ধান্ত ঘিরে আন্দোলনের মতো হরেক সমস্যা নিয়ে কলেজ ব্যতিব্যস্ত। তার মধ্যেই কলেজ-কর্তৃপক্ষের জ্বালা বাড়াচ্ছে মশা। মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য রাজ্যের কলেজগুলি কী কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। এই মর্মে নির্দেশ পাঠিয়ে দিয়েছেন ডিপিআই জয়শ্রী রায়চৌধুরী।

Advertisement

উচ্চশিক্ষা দফতর কয়েক মাস আগে রাজ্যের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকেই মশা ও মশকবাহিত রোগের ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছিল। ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সঙ্গে সঙ্গে সচেতনতা বৃদ্ধির উপরেও গুরুত্ব দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট নির্দেশে। তার পরেও অগস্টে ডেঙ্গি ছড়িয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-আবাসনে, ছাত্রাবাসে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ১১ জন শিক্ষক এবং ছ’জন ছাত্রের রক্তে ডেঙ্গির জীবাণু পাওয়া গিয়েছিল। শিক্ষকদের পরিবারেরও অনেকে ওই রোগে আক্রান্ত হন। কয়েক জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল।

তার পরে যাদবপুরের ক্যাম্পাস পরিদর্শনে যান কলকাতা পুরসভার মেয়র-পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ। ক্যাম্পাসের ভিতরে ডাঁই হয়ে থাকা জঞ্জাল, যত্রতত্র জমা জল দেখতে পান তিনি। এই পরিস্থিতিতেই ডেঙ্গি, চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে রাজ্যের কোন কলেজ কতটা কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছে উচ্চশিক্ষা দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement