News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৯

মুর্শিদাবাদে ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মমতা। মালদহ-মুর্শিদাবাদে অভিষেকের ‘জনসংযোগ যাত্রা’। ধর্মতলায় ধর্মপুজোর সূচনা। আইপিএলে রাজস্থান বনাম গুজরাতের খেলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০২৩ ০৭:২১
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

মুর্শিদাবাদে ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মমতা

Advertisement

আজ, শুক্রবার মুর্শিদাবাদের শমসেরগঞ্জ ব্লকের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ শমসেরগঞ্জের ধুলিয়ানে হেলিকপ্টারে যাবেন মুখ্যমন্ত্রী। নজর থাকবে তাঁর এই সফরের দিকে।

মালদহ-মুর্শিদাবাদে অভিষেকের ‘জনসংযোগ যাত্রা’

Advertisement

আজ মালদহ-মুর্শিদাবাদে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’ রয়েছে। সকাল ১০টা নাগাদ তাঁর যাত্রা শুরু হবে। নজর থাকবে তৃণমূলের এই কর্মসূচির দিকে।

বুদ্ধ পূর্ণিমা

আজ বুদ্ধ পূর্ণিমা। আজকের দিনটি গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

ধর্মতলায় ধর্মপুজোর সূচনা

আজ থেকে মধ্য কলকাতার ধর্মতলায় হবে ধর্মঠাকুরের পুজো। পুজোর পাশাপাশি পাঁচ দিন ধরে চলবে মেলা। এ ছাড়া ধর্মঠাকুরের পুজো উপলক্ষে ধর্মীয় সভা, যজ্ঞ, পুজো এবং প্রকৃতিবন্দনারও আয়োজন থাকবে। আজ নজর থাকবে এই খবরের দিকে।

আইপিএল: রাজস্থান-গুজরাত

আজ আইপিএলে রাজস্থান বনাম গুজরাতের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এই খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।

রাজ্যে কোথায় কোথায় বৃষ্টি, পূর্বাভাস কী?

আগামী শনিবার থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তার প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় ওই অঞ্চলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় ‘মোকা’ কোন পথ ধরতে পারে? কোথায় কেমন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিয়োগ বিতর্ক এবং ইডি-সিবিআই তদন্ত

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জারি রেখেছে সিবিআই এবং ইডি। তদন্তে প্রতি দিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। আজ তদন্তের অগ্রগতির দিকে নজর থাকবে।

দেশের কোভিড পরিস্থিতি

দেশে বাড়ছে করোনা সংক্রমণ। গত কয়েক দিন ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, মহারাষ্ট্র এবং দিল্লির মতো এ রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার অনেকটাই বেশি। বাংলাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় মানুষজনকে যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

অমর্ত্য সেনকে হেনস্থার প্রতিবাদে ‘প্রতীচী’র সামনে অবস্থান

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদ করার নোটিস পাঠিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শান্তিনিকেতনে তাঁর বাড়ি প্রতীচীর সামনে অবস্থান কর্মসূচি রয়েছে বিশিষ্টজনেদের। নজর থাকবে এই খবরের দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন