এমপিএস নিয়ে কমিটি বহাল

এমপিএস-এর সম্পত্তি নিলাম করে লগ্নিকারীদের অর্থ ফেরাতে কলকাতা হাইকোর্ট যে কমিটি গঠন করেছিল, তা বহাল রাখল সুপ্রিম কোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ০৩:৩০
Share:

এমপিএস-এর সম্পত্তি নিলাম করে লগ্নিকারীদের অর্থ ফেরাতে কলকাতা হাইকোর্ট যে কমিটি গঠন করেছিল, তা বহাল রাখল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সুপ্রিম কোর্টে জানিয়েছিল, ভুয়ো লগ্নি সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত ও নিলাম করে লগ্নিকারীদের টাকা অর্থ ফেরতের ক্ষমতা শুধু তাদেরই আছে। ইডি-র সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি জে এস খেহর ও বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ।

Advertisement

এমপিএস-এর লগ্নিকারীদের অর্থ ফেরানোর জন্য সম্পত্তি বিক্রির ব্যবস্থা করতে হাইকোর্ট গত ডিসেম্বরে একটি কমিটি গড়ে দেয়। অবসরপ্রাপ্ত বিচারপতি এস পি তালুকদারের নেতৃত্বে ওই কমিটিকে দায়িত্ব দেওয়ার পরে সুপ্রিম কোর্টে ইডি বলে, আর্থিক নয়ছয় প্রতিরোধ আইনে এই ক্ষমতা একমাত্র তাদেরই রয়েছে। এমপিএস-এর লগ্নিকারীদের সংগঠনের অন্যতম আইনজীবী বিকাশ ভট্টাচার্য হাইকোর্টের রায়কেই সমর্থন করেন।

এ দিন বিচারপতি মিশ্র মন্তব্য করেন, ইডি-র তদন্ত শেষ হতে ১০, ২০ এমনকী ৩০ বছরও লেগে যেতে পারে। তত দিন কি লগ্নিকারীরা অপেক্ষা করবেন? শীর্ষ আদালতের যুক্তি, ইডি তদন্তে ব্যস্ত। এই সময় এমপিএস-এর সম্পত্তি বাজেয়াপ্ত করে, তার মূল্য হিসেব করে তা নিলামে তুলে লগ্নিকারীদের চিহ্নিত করে সেই অর্থ ফেরত দেওয়ার জন্যই কলকাতা হাইকোর্ট কমিটি গড়েছে এবং তা সঠিক সিদ্ধান্ত। এমপিএস-এর লগ্নিকারীদের সংগঠনের আইনজীবী শুভাশিস চক্রবর্তীর বক্তব্য, এই রায়কে সামনে রেখে রাজ্যের অন্যান্য চিট ফান্ডে লগ্নিকারীরাও উপকৃত হবেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন