Communist Party of Bangladesh

বিমানদের সঙ্গে সাক্ষাৎ সিপিবি শীর্ষ নেতার

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও বিমানবাবুর সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট নেতার বই বিনিময় হয়েছে। প্রিন্স বলেছেন, দুই বাংলার সম্পর্ক অবিচ্ছেদ্য, দু’দেশের বামপন্থীদের সম্পর্কও নিবিড়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ০৬:২০
Share:

আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হুসেন প্রিন্স। নিজস্ব চিত্র।

কলকাতায় এসে সিপিএমের রাজ্য নেতৃত্বের সঙ্গে দেখা করলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হুসেন প্রিন্স। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে বুধবার সাধারণত দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক থাকে। সেই উপলক্ষে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যেরা এ দিন রাজ্য দফতরে উপস্থিত ছিলেন। তাঁদের সকলের সঙ্গেই আলাপচারিতায় বসেছিলেন প্রিন্স। ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও বিমানবাবুর সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট নেতার বই বিনিময় হয়েছে। প্রিন্স বলেছেন, দুই বাংলার সম্পর্ক অবিচ্ছেদ্য, দু’দেশের বামপন্থীদের সম্পর্কও নিবিড়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন