বিধাননগর পৌরনিগম। —ফাইল চিত্র।
বিধাননগর পুরসভার আরও এক পুরপ্রতিনিধির বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল। এ বার অভিযোগের তির ২০ নম্বর ওয়ার্ডের শাসকদলের পুরপ্রতিনিধি প্রসেনজিৎ নাগের দিকে। স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধরের হুমকি দেওয়ার একটি ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি আনন্দবাজার) দেখা যাচ্ছে প্রসেনজিৎ ও তাঁর লোকজনকে। ১৬ ফেব্রুয়ারি ওই ঘটনা ঘটে জগৎপুর বাজার এলাকায়। এর আগে ডিসেম্বরে বাগুইআটির অর্জুনপুর এলাকায় তোলা না পেয়ে এক প্রোমোটারকে মারধর করার অভিযোগ উঠেছিল ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপ্রতিনিধি সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে।
স্থানীয়দের একাংশ জানান, ১৬ তারিখ রাতে প্রসেনজিৎ এবং তাঁর লোকজন ওই বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তাঁকে মারধরের হুমকি দেন। এমনকি প্রসেনজিৎকে ওই বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে আবার বেরিয়ে আসতেও দেখা গিয়েছে ভিডিয়োয়। যদিও সংশ্লিষ্ট বিজেপি কর্মী পুলিশে কোনও অভিযোগ জানাননি। তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
ওই বিজেপি কর্মীকে হুমকি দেওয়ার কথা স্বীকার করেছেন প্রসেনজিৎ। তিনি বলেন, ‘‘উনি মত্ত অবস্থায় এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছেন। মহিলা থানায় অভিযোগ জানিয়েছেন। ওই কর্মী প্রকাশ্যে মত্ত অবস্থায় গোলমাল করেন বলেও অনেকের অভিযোগ। তাই গিয়ে ধমক দিয়েছি।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে