নূপুরের বিরুদ্ধে অভিযোগ থানায়

বিষয়ে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘‘আইন আইনের পথেই চলবে।’’ যদিও তাৎপর্যপূর্ণ হল, গত বুধবার বিজেপি-র রাজ্য দফতরেই সীমান্ত পারের কোনও জায়গার ভিডিও দেখিয়ে বসিরহাটের ছবি বলে চালানোর অভিযোগ উঠেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ০৪:১৬
Share:

ছবি নূপুর শর্মার টুইটার থেকে।

আপত্তিকর ছবি টুইট করার জন্য দিল্লির বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল রিজেন্ট পার্ক থানায়। পুলিশ জানিয়েছে, পূর্ব পুঁটিয়ারির বাসিন্দা রতন রায় সোমবার রিজেন্ট পার্ক থানায় ওই অভিযোগ দায়ের করেন। কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (অপরাধ) বিশাল গর্গ বলেন, ‘‘রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা এবং উত্তেজনা ও অশান্তিতে প্ররোচনার অভিযোগে নূপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে।’’ পুলিশ জানিয়েছে, গুজরাতের দাঙ্গাচিত্রকে বসিরহাটের ছবি বলে টুইটারে দাবি করেছেন নূপুর। এ বিষয়ে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘‘আইন আইনের পথেই চলবে।’’ যদিও তাৎপর্যপূর্ণ হল, গত বুধবার বিজেপি-র রাজ্য দফতরেই সীমান্ত পারের কোনও জায়গার ভিডিও দেখিয়ে বসিরহাটের ছবি বলে চালানোর অভিযোগ উঠেছিল।

Advertisement

হায়দরাবাদের বিজেপি বিধায়ক এইচ রাজা সিংহ বসিরহাটের অশান্তির প্রেক্ষিতে দাবি করেছেন, গোধরা-কাণ্ডের পরে গুজরাতে যা করা হয়েছিল, পশ্চিমবঙ্গেও এখন তা-ই করা উচিত। তাঁর এই ভিডিও-বার্তা টুইটারে পোস্ট করা হয়েছে। রাজার ওই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে রাজ্যে। তা নিয়ে দিলীপবাবু বলেন, ‘‘এ রাজ্যে হিন্দুরা নিরাপদে আছেন, তা নয়। তবে তার জন্য যা করতে হবে, তা সংবিধান এবং আইন মেনেই করতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement