Congress Protest

বিজেপি দফতরের সামনে কংগ্রেসের বিক্ষোভ-মিছিল

সনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘ন্যাশনাল হেরল্ড’ মামলায় ইডি-র চার্জশিট বিবেচনাই করেনি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এই ঘটনাকে সামনে রেখে এআইসিসি-র নির্দেশে গোটা দেশের সঙ্গে বুধবার কলকাতাতেও বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৬:৫২
Share:

কেন্দ্রীয় তদন্ত সংস্থার অপব্যবহারের অভিযোগে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কংগ্রেসের। — নিজস্ব চিত্র।

সনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘ন্যাশনাল হেরল্ড’ মামলায় ইডি-র চার্জশিট বিবেচনাই করেনি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এই ঘটনাকে সামনে রেখে এআইসিসি-র নির্দেশে গোটা দেশের সঙ্গে বুধবার কলকাতাতেও বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল কংগ্রেস। কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিজেপির দফতরের সামনে পর্যন্ত মিছিল করে গিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। কিছু ক্ষণের জন্য উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়। বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ, কংগ্রেসের মিছিল থেকে পচা ডিম ছোড়া হয়েছে। কংগ্রেস অভিযোগ মানেনি। বিক্ষোভে যোগ দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, “১৯৩৮-এ স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের তাড়াতে ন্যাশনাল হেরাল্ড তৈরি করেছিলেন। সে দিনের ব্রিটিশের দালাল আরএসএস, বর্তমানে বিজেপি আজ ক্ষমতায়। বিজেপির দুই ভাই সিবিআই, ইডি। রাজনৈতিক উদ্দেশ্যে গান্ধী পরিবারকে হয়রান করতে এই মামলা হয়েছিল। কিন্তু সত্যকে লুকিয়ে রাখা যায়নি।” বিক্ষোভে ছিলেন দলের নেতা অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠক, সুমন রায়চৌধুরী, প্রদীপ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায়-সহ অন্যেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের পদত্যাগেরও দাবি তুলেছেন কংগ্রেস নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন