বাংলা নিয়ে সরব কংগ্রেস-বাম

সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে, এ বার থেকে তাদের রায় হিন্দি-সহ কয়েকটি ভাষায় প্রকাশ করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৯ ০২:৩৭
Share:

প্রতীকী ছবি।

সুপ্রিম কোর্টের রায় কেন বাংলা ভাষায় অনূদিত হবে না, সেই প্রশ্ন তুলে বিধানসভায় সরব হলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য তাঁর বক্তব্যে আপত্তি জানিয়ে তা নথিবদ্ধ করেননি।

Advertisement

সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে, এ বার থেকে তাদের রায় হিন্দি-সহ কয়েকটি ভাষায় প্রকাশ করা হবে। কিন্তু সেই ভাষাগুলির তালিকায় বাংলা নেই। বিধানসভা অধিবেশনে বৃহস্পতিবার এই প্রসঙ্গ তুলে বিষয়টিকে ‘দুঃখজনক’ বলেন মান্নান। স্পিকার অবশ্য তাঁকে বক্তব্য শেষ করার সুযোগ দেননি। পরে আইনমন্ত্রী মলয় ঘটক অবশ্য বিরোধী দলনেতার সঙ্গে দেখা করে এই বিষয়ে সহমত জানান।

বিধানসভার মিডিয়া কর্নারে মান্নান এবং বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘আমরা আদালতের বিরুদ্ধে কিছু বলছি না। কিন্তু পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, আন্দামান, দিল্লি— বিভিন্ন রাজ্যেই বাঙালি আছেন। তাই ওই তালিকায় বাংলা না থাকা দুঃখজনক।’’

Advertisement

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন