বিল পুড়িয়ে বিক্ষোভ,কংগ্রেসের পাশে বাম

দেশ জুড়ে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার বিধান ভবনের সামনে প্রতিবাদ-সভায় বিলের প্রতিলিপি পোড়ানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ০২:৩৫
Share:

সংবিধান রক্ষার শপথ নিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) প্রতিলিপি পোড়াল কংগ্রেস।—নিজস্ব চিত্র।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতায় সরব। একই সুরে সংবিধান রক্ষার শপথ নিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) প্রতিলিপি পোড়াল কংগ্রেস। ‘লং মার্চ-এর পথে একই ভাবে প্রতিবাদে শামিল হলেন বাম কর্মী-সমর্থকেরা। কলকাতায় আজ, বৃহস্পতিবার সিএবি-র প্রতিবাদে যুব কংগ্রেসের কর্মসূচিতে ডেকে নেওয়া হল বাম যুব সংগঠনকেও। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানালেন, ওই বিলের প্রতিবাদে জনগণের আদালতের পাশাপাশি সুপ্রিম কোর্টে যেতেও তাঁরা তৈরি। সব মিলিয়ে সিএবি-র আঁচ লাগল এ রাজ্যেও।

Advertisement

দেশ জুড়ে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার বিধান ভবনের সামনে প্রতিবাদ-সভায় বিলের প্রতিলিপি পোড়ানো হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, ‘‘অসাংবিধানিক এই বিল পাশ করানোর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিহাসকেও বিকৃত করেছেন। আমরা কিছুতেই এই আইন প্রণয়ন হতে দেব না। তার জন্য সারা জীবন জেলে থাকলে হলে থাকব!’’ সূর্যবাবুও এ দিন বলেছেন, ‘‘সিএবি পুড়ছে, পুড়বে। এই সংবিধান-বিরোধী বিলে রাষ্ট্রপতি রাতারাতি অনুমোদন দিতে পারেন। আমরা এর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যেতে প্রস্তুত। একসঙ্গেই আমাদের জনগণের সুপ্রিম কোর্টে যেতে হবে।’’ সিএবি-র প্রতিবাদে আজ মিছিল করে পুরসভার সামনে বিক্ষোভ-সভা করবে যুব কংগ্রেস। সেখানে আমন্ত্রিত বাম যুব নেতৃত্বও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন