Congress

সিবিআই দফতর অভিযানের ডাক

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সোমবার বলেছেন, “রাজ্য ও কেন্দ্রীয় সরকার এখনও ‘অভয়া’র ন্যায়-বিচার দিতে পারেনি। সিবিআইয়ের কাছে আমাদের প্রশ্ন, কোথায় চাপ রয়েছে?”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ০৮:২৯
Share:

—প্রতীকী চিত্র।

আর জি কর-কাণ্ডে নির্যাতিতা চিকিৎসক-ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল গত বছর ৯ অগস্ট। সেই ঘটনাকে সামনে রেখে এবং বিচারের দাবিতে এই বছর ৮ অগস্ট নিজ়াম প্যালেসে সিবিআইয়ের আঞ্চলিক দফতর অভিযানের ডাক দিল কংগ্রেস। পাশাপাশি, ৯ অগস্ট শ্যামবাজারে সুভাষচন্দ্র বসুর মূর্তি থেকে আর জি কর পর্যন্ত মোমবাতি মিছিলেরও ডাক দিয়েছে তারা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সোমবার বলেছেন, “রাজ্য ও কেন্দ্রীয় সরকার এখনও ‘অভয়া’র ন্যায়-বিচার দিতে পারেনি। সিবিআইয়ের কাছে আমাদের প্রশ্ন, কোথায় চাপ রয়েছে?” পাশাপাশি, স্বাধীনতার আগে ১৯৪২-এর ৯ অগস্ট তারিখে ‘ভারত ছাড়ো’ আন্দোলন শুরু হয়েছিল। সেই সূত্রেই শুভঙ্কর বলেছেন, “ওই সময়ে স্লোগান ছিল ‘ইংরেজ তুমি ভারত ছাড়ো’। অভয়ার বিচার দিতে না-পারায় এ বারের ৮ ও ৯ অগস্ট আমরা বলব, রাজ্য ও কেন্দ্রীয় সরকার তোমরা গদি ছাড়ো!” প্রসঙ্গত, আর জি কর-কাণ্ড এবং দক্ষিণ কলকাতা গণধর্ষণের ঘটনাকে সামনে রেখে ৯ অগস্ট ‘নবান্ন অভিযান’ হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন