তৃণমূলে যোগ

কংগ্রেসে ভাঙন অব্যাহত। হাওড়া পুরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলর ইসমাত আরা বেগম রবিবার তৃণমূলে যোগ দিয়েছেন। রাজ্যে বিধানসভা ভোট সামনে। দলের ভাঙন রুখতে শনিবারই রাজ্যের বিভিন্ন পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের ভাঙল কংগ্রেস। এ দিন তৃণমূল ভবনে দলের হাওড়া (শহর) জেলা সভাপতি তথা মন্ত্রী অরূপ রায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন ইসমাত।

Advertisement
শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ০৪:০৮
Share:

কংগ্রেসে ভাঙন অব্যাহত। হাওড়া পুরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলর ইসমাত আরা বেগম রবিবার তৃণমূলে যোগ দিয়েছেন। রাজ্যে বিধানসভা ভোট সামনে। দলের ভাঙন রুখতে শনিবারই রাজ্যের বিভিন্ন পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের ভাঙল কংগ্রেস। এ দিন তৃণমূল ভবনে দলের হাওড়া (শহর) জেলা সভাপতি তথা মন্ত্রী অরূপ রায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন ইসমাত। ফলে হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডের মধ্যে ৪৬টি তৃণমূলের হাতে এল। বাকি চারটির মধ্যে দু’টি সিপিএমের এবং দু’টি বিজেপি-র দখলে আছে। অরূপ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য ও উন্নয়নমূলক কাজের আকাঙ্ক্ষা থেকেই ইসমাত আরা বেগম তৃণমূলে যোগ দিতে চেয়ে আবেদন করেছিলেন।’’ জেলা কংগ্রেস সভাপতি কাজী আব্দুর রেজ্জাকের অভিযোগ, ‘‘আর্থিক দুর্নীতির অভিযোগে দল শো কজ করলেও ইসমাত উত্তর দেননি। আমার ধারণা, অভিযোগ উঠেছিল বলেই তিনি তৃণমূলে গিয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন