Congress

ইভিএম সরিয়ে ব্যালটের দাবি

বিজেপি অবশ্য প্রশ্ন তুলেছে, হিমাচল প্রদেশ, কর্নাটক বা তেলঙ্গানায় কংগ্রেসের জয়ের সময়ে কি ইভিএম ঠিক কাজ করেছিল!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ০৮:৪০
Share:

ইভিএমের বদলে ব্যালট ফেরানোর দাবিতে কংগ্রেসের বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের পরে বৈদ্যুতিন ভোটযন্ত্র (ইভিএম) বাতিলের দাবিতে আসরে নেমে পড়ল কংগ্রেস। তাদের দাবি, ইভিএম বাতিল করে ব্যালটে ভোট করেত হবে। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে সোমবার জেলা নির্বাচন দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে এই মর্মে দাবি জানিয়েছেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। বিক্ষোভে ছিলেন প্রদেশ কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতা জেলা সভাপতি প্রদীপ প্রসাদ, জ়াহিদ হোসেনেরা। প্রদীপদের অভিযোগ, দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে গণতন্ত্রকে ‘কালিমালিপ্ত’ করেছে মোদী সরকার। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলের ‘বিশ্বাসযোগ্যতা’ নিয়েও মানুষের ফলে সংশয় তৈরি হয়েছে। তাই তাঁদের দাবি, ব্যালট প্রথা ফেরাতে হবে। বিজেপি অবশ্য প্রশ্ন তুলেছে, হিমাচল প্রদেশ, কর্নাটক বা তেলঙ্গানায় কংগ্রেসের জয়ের সময়ে কি ইভিএম ঠিক কাজ করেছিল!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন