Congress

শস্যের ক্ষতিপূরণের দাবিতে সরব কংগ্রেস

আলিপুরে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের কার্যালয়ে এই মর্মে দাবি জানালেন কংগ্রেস নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ০৭:০৫
Share:

জেলাশাসকের কার্যালয়ে দাবি জানাতে কংগ্রেস নেতারা। আলিপুরে। —নিজস্ব চিত্র।

অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ, ফসলের ন্যায্য মূল্য এবং ফোড়ে-রাজ বন্ধ করার দাবিতে সরব হল কংগ্রেস। সেই সঙ্গেই কৃষক মান্ডিতে ‘কাটমানি’ নেওয়ার প্রতিবাদও জানাল তারা। আলিপুরে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের কার্যালয়ে এই মর্মে দাবি জানালেন কংগ্রেস নেতারা। দক্ষিণ ২৪ পরগনা (১) জেলা কংগ্রেসের ডাকে ওই কর্মসূচিতে ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি শেখ মুজিবর রহমান, কংগ্রেস নেতা প্রশান্ত মণ্ডল, প্রসেনজিৎ নায়েক প্রমুখ। কংগ্রেস নেতাদের দাবি, ক্ষতিগ্রস্ত কৃষকেরা যাতে ক্ষতিপূরণ পান, সেই বিষয়টি প্রশাসন দেখবে বলে জেলাশাসকের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। সৌম্যের বক্তব্য, ‘‘দুর্যোগের কারণে বিশেষ করে আমন ধান, সব্জি এবং পানের বরজ শেষ হয়েছে। ডায়মন্ড হারবার মহকুমা সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে এলাকার সাংসদ বেপাত্তা আর মুখ্যমন্ত্রী চা-বাগানে ছবি তুলছেন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন