প্রস্তুতি কংগ্রেসের

রাজ্য সরকার পঞ্চায়েত ভোট এগিয়ে আনতে পারে, এমন সম্ভাবনাই আঁচ করছে প্রদেশ কংগ্রেস। তাই এখন থেকেই দলকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দলের জেলা স্তরের নেতাদের পাশাপাশি শনিবার বিধায়ক, সাংসদদের নিয়ে বৈঠক করেন অধীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০৩:১১
Share:

নারদে অভিযুক্ত নেতা-মন্ত্রীদের গ্রেফতার ও তাঁদের পদ থেকে সরানোর দাবিতে শনিবার বিধান ভবন থেকে মিছিল করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

রাজ্য সরকার পঞ্চায়েত ভোট এগিয়ে আনতে পারে, এমন সম্ভাবনাই আঁচ করছে প্রদেশ কংগ্রেস। তাই এখন থেকেই দলকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দলের জেলা স্তরের নেতাদের পাশাপাশি শনিবার বিধায়ক, সাংসদদের নিয়ে বৈঠক করেন অধীর। ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিটি কেন্দ্রে এখন থেকে প্রার্থী বাছাই করার পাশাপাশি জনসংযোগ বাড়াতেও পরামর্শ দেওয়া হয়েছে এ দিনের বৈঠকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement