Congress

ডিএ আন্দোলনের মঞ্চে কংগ্রেস নেতারা

সৌম্য, আশুতোষেরা বলেন, ‘মানবিক কারণে’ই ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ০৮:৫৬
Share:

ডিএ আন্দোলনকারীদের ‘বিষাদ সম্মিলনী’ মঞ্চে কংগ্রেস নেতারা। —নিজস্ব চিত্র।

শহরে পুজোর কার্নিভালের দিনে মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের মঞ্চে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বার্তা নিয়ে গেলেন কংগ্রেস নেতারা। রাজ্য সরকার ডিএ-র দাবি না মানার প্রতিবাদে শহিদ মিনার চত্বরে শুক্রবার বিজয়া সম্মিলনীর বদলে বিষাদ সম্মিলনী পালন করছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের অবস্থান-মঞ্চেই এ দিন গিয়েছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের চেয়ারপার্সন সৌম্য আইচ রায়, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় এবং দলের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশন বিভাগের চেয়ারপার্সন অশোক ভট্টাচার্য। কংগ্রেস নেতাদের বক্তব্য, এক দিকে যোগ্য চাকরি-প্রার্থীরা নিয়োগের দাবিতে, সরকারি কর্মচারীরা ডিএ-র দাবিতে মহানগরের রাস্তায় বসে ধর্না দিচ্ছেন। সেই সময়ে রাজ্য সরকার কার্নিভালের আলোর ঝলসানি দিয়ে সেই আন্দোলনের তেজ ঢেকে দেওয়ার ‘অপচেষ্টা’ করছে। সৌম্য, আশুতোষেরা বলেন, ‘মানবিক কারণে’ই ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন