শুধু কি চাষই হবে, পদযাত্রায় প্রশ্ন কংগ্রেসের

বন্ধ কারখানা খোলা ও নতুন শিল্পের দাবিতে কংগ্রেসের পদযাত্রা শুক্রবার দ্বিতীয় দিনে পড়েছে। সেই যাত্রায় সামিল হয়েই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ দিন বলেছেন, মুখ্যমন্ত্রী শিল্পে আগ্রহী হলে টাটার সঙ্গে আলোচনায় বসতে পারতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭ ০৩:৪০
Share:

রাজ্যে শিল্পের বাতাবরণ তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আদৌ আগ্রহী নয় বলে অভিযোগ করল কংগ্রেস। বন্ধ কারখানা খোলা ও নতুন শিল্পের দাবিতে কংগ্রেসের পদযাত্রা শুক্রবার দ্বিতীয় দিনে পড়েছে। সেই যাত্রায় সামিল হয়েই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ দিন বলেছেন, মুখ্যমন্ত্রী শিল্পে আগ্রহী হলে টাটার সঙ্গে আলোচনায় বসতে পারতেন। সিঙ্গুরের ‘অনিচ্ছুক’ কৃষকদের কিছু জমি ফিরিয়ে দিয়ে বাকি এলাকায় কারখানা হতে পারতো। তা না হওয়ায় রাজ্যে শিল্পের পরিবেশ সম্পর্কেই ভুল বার্তা গিয়েছে। অধীরবাবুর কথায়, ‘‘এখন সিঙ্গুরের ওই জমিতে কী হয়? আলু চাষ করো, পালং চাষ করো আর উৎসব করো! এটাই কি হবে বাংলায়?’’

Advertisement

শিল্প-যাত্রার দ্বিতীয় দিনে ডানলপ মোড় থেকে শুরু করে ব্যারাকপুর স্টেশন পর্যন্ত পদযাত্রা করেছেন অধীরবাবু, বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি (শহর) তাপস মজুমদার, বিধায়ক আখরুজ্জামান প্রমুখ। তৃতীয় দিনে আজ, শনিবার পদযাত্রা হওয়ার কথা পলতা থেকে ভাটপাড়া পর্যন্ত। বছর বছর বিশ্ববঙ্গ সম্মেলন করে কত শিল্প-প্রস্তাব বাস্তবায়িত হয়েছে, সেই প্রশ্নও ফের তুলেছেন অধীরবাবুরা।

আলিমুদ্দিনে এ দিনই বামফ্রন্টের বৈঠকে আলোচনা হয়েছে বাম গণসংগঠনগুলির যৌথ মঞ্চের (বিপিএমও) আসন্ন পদযাত্রা নিয়ে। বৈঠকের পরে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, বামফ্রন্টের বাইরে বৃহত্তর গণতান্ত্রিক ঐক্যের শরিক দলগুলিও ওই পদযাত্রার কর্মসূচি সমর্থন করছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন