Congress

সাংসদদের শাস্তি, কংগ্রেসের বিক্ষোভ

মঙ্গলবার উত্তর ও মধ্য কলকাতা জেলা কংগ্রেসের ডাকে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখালেন দলের কর্মী-সমর্থকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ০৯:৩৯
Share:

বিরোধী সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। কলেজ স্ট্রিটে। —নিজস্ব চিত্র।

সংসদে অনুপ্রবেশ-কাণ্ডের জেরে প্রতিবাদ করতে গিয়ে লোকসভায় দলের নেতা অধীর চৌধুরী-সহ সাংসদদের নিলম্বিত (সাসপেন্ড) করার ঘটনায় কলকাতায় বিক্ষোভে নামল কংগ্রেস। তাদের অভিযোগ, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার গণতন্ত্রকে ‘বিরোধীশূন্য’ করতে চাইছে। লোকসভা ও রাজ্যসভায় বিরোধী সাংসদদদের সাসপেনশনের মাধ্যমে কেন্দ্রের ‘ফ্যাসিবাদী’ সরকার গণতন্ত্রকে ‘হত্যা’ করছে। এই অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার উত্তর ও মধ্য কলকাতা জেলা কংগ্রেসের ডাকে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখালেন দলের কর্মী-সমর্থকেরা। কলেজ স্ট্রিট মোড়ে কিছু ক্ষণ অবরোধও করেন তাঁরা। বিক্ষোভে ছিলেন উত্তর কলকাতা জেলা কংগ্রেস সভাপতি রানা রায়চৌধুরী, মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পাল, তপন আগরওয়াল, সাদাফ সিদ্দিকী প্রমুখ। বিক্ষোভে প্রধানমন্ত্রী মোদীর কুশপুতুলও পুড়িয়েছেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন