Farm Bill

শহরে আজ ফের কৃষি-প্রতিবাদ

ওই আইনগুলির বিরুদ্ধে সব রাজ্যেই আজ প্রতিবাদ কর্মসূচি নিয়েছে সর্বভারতীয় কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ০৫:২৮
Share:

ছবি রয়টার্স।

কেন্দ্রের সংশোধিত কৃষি আইনের প্রতিবাদে আজ, সোমবার ফের প্রতিবাদ দেখতে চলেছে কলকাতা। ওই আইনগুলির বিরুদ্ধে সব রাজ্যেই আজ প্রতিবাদ কর্মসূচি নিয়েছে সর্বভারতীয় কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে মেয়ো রোডে গাঁধীমূর্তি থেকে মিছিল করবে প্রদেশ কংগ্রেস। তার পরে বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং দলের অন্যান্য বিধায়ক ও নেতার রাজ্যপালের কাছে যাওয়ার কথা প্রতিবাদ জানাতে। পাশাপাশি, কিষাণ সংগ্রাম সমন্বয় কমিটি আজ ‘কর্পোরেট হটাও, কৃষক ও কৃষি বাঁচাও’ স্লোগান দিয়ে ভগৎ সিংহের জন্মদিন পালনের ডাক দিয়েছে। সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক কার্তিক পাল জানিয়েছেন, অবিলম্বে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে এই রাজ্যে কৃষি আইন কার্যকর না করার সিদ্ধান্ত নিতে হবে— এই দাবি নিয়ে আজ তাঁরা মিন্টো পার্কে ভগৎ সিংহের মূর্তির কাছে জড়ো হবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন