TMC

তৃণমূলের ফেসবুক পেজ ‘বন্ধ’ হওয়া নিয়ে বিতর্ক

তৃণমূল সমর্থকদের দু’টি ফেসবুক পেজ হঠাৎ বন্ধ হওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর উত্তেজনা ছড়াল। বিজেপির বিরুদ্ধে তৃণমূল দিল্লিতে ফেসবুকের দফতরে অভিযোগ জানাল। যদিও বিজেপি সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। রাতে অবশ্য ওই ফেসবুক পেজ দু’টি ফের চালু হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ০২:৫৯
Share:

প্রতীকী ছবি।

তৃণমূল সমর্থকদের দু’টি ফেসবুক পেজ হঠাৎ বন্ধ হওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর উত্তেজনা ছড়াল। বিজেপির বিরুদ্ধে তৃণমূল দিল্লিতে ফেসবুকের দফতরে অভিযোগ জানাল। যদিও বিজেপি সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। রাতে অবশ্য ওই ফেসবুক পেজ দু’টি ফের চালু হল।

Advertisement

তৃণমূলের অভিযোগ, সোমবার থেকে হঠাৎ বন্ধ হয়ে যায় ‘তৃণমূল কংগ্রেস কমব্যাট ফোর্স’ এবং ‘টিএমসি সাপোর্টার্স’— নামে দু’টি ফেসবুক পেজ এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। বিষয়টি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও পৌঁছয়। তৃণমূলের সোশ্যাল মিডিয়া শাখার অন্যতম আহ্বায়ক দীপ্তাংশু চৌধুরী মঙ্গলবার টুইটারে লেখেন, ‘‘এই দু’টি পেজ বন্ধ করে দেওয়ার জন্য ফেসবুক কর্তৃপক্ষের উপর প্রভাব খাটিয়েছে বিজেপি। তাদের এই নোংরা রাজনীতির নিন্দা করছি। এ ভাবে তৃণমূলকে রোখা যাবে না।’’

এই দু’টি পেজে তিন লক্ষাধিক সদস্য রয়েছেন বলে তৃণমূল সূত্রের দাবি। রাজ্য বিজেপির সোশ্যাল মিডিয়া শাখার উজ্জ্বল পারেখের বক্তব্য, ‘‘আমরা কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলির প্রচারে এবং রাজ্য সরকারের ভুল নীতির সমালোচনায় ব্যস্ত থাকি। অন্য কারও ফেসবুক পেজ বন্ধ করার রুচি বা সময় আমাদের নেই।’’ রাত ৮টার পরে পেজ দু’টি আবার চালু হয় বলে দীপ্তাংশু জানান।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন