বই উদ্বোধন নিয়ে বিতর্ক 

বইমেলা কমিটির সম্পাদক জেলা লাইব্রেরি অফিসার মনোঞ্জয় রায় বলেন, ‘‘বইগুলো পড়ে দেখার সময় পাওয়া যায়নি। কাজেই বইয়ে যদি রাজ্য সরকারের সমালোচনামূলক লেখা থাকে, সেই দায় আমাদের উপরে আসবে। এই কারণেই বই উদ্বোধনের অনুমতি দেওয়া হয়নি।’’

Advertisement

নীহার বিশ্বাস

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ০২:২১
Share:

প্রতীকী ছবি।

দক্ষিণ দিনাজপুর জেলার বইমেলা শুরু হয়েছে। সেখানে নিজেদের বই উদ্বোধনের জন্য আবেদন করেছিলেন সাহিত্যিকরা। কিন্তু অনুমতি মেলেনি। বইমেলা কমিটির সম্পাদক জেলা লাইব্রেরি অফিসার মনোঞ্জয় রায় বলেন, ‘‘বইগুলো পড়ে দেখার সময় পাওয়া যায়নি। কাজেই বইয়ে যদি রাজ্য সরকারের সমালোচনামূলক লেখা থাকে, সেই দায় আমাদের উপরে আসবে। এই কারণেই বই উদ্বোধনের অনুমতি দেওয়া হয়নি।’’

Advertisement

মনোঞ্জয়বাবুর মন্তব্যে ক্ষুণ্ণ সাহিত্যিকেরা। অমিয়কুমার চৌধুরী তাঁর কাব্যগ্রন্থ উদ্বোধনের অনুমতি পাননি। অমিয়বাবু বলেন, ‘‘রাজ্য সরকারের সমালোচনামূলক বক্তব্য রয়েছে কি না, তা দেখে অনুমতি দেওয়া হবে, এ আবার কেমন কথা!’’

জেলার তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ অবশ্য জানান, এমন কোনও নির্দেশিকাও নেই। তিনি বলেন, ‘‘আমাদের গণতান্ত্রিক সরকার। এখানে হাজার হাজার বই প্রকাশিত হচ্ছে। পত্রপত্রিকায় সমালোচনা হচ্ছে। সমালোচনামূলক লেখা প্রকাশ করা যাবে না, সেই নির্দেশ কোথাও নেই।’’

Advertisement

গঙ্গারামপুরে ২২ ডিসেম্বর থেকে এই জেলা বইমেলা শুরু হয়েছে। এখনও কারও বই উদ্বোধন হয়নি। মনোঞ্জয়বাবু জানান, যাঁদের বই রিভিউ হয়ে যাবে, তাঁদের ডেকে অনুমতি দেওয়া হবে। যা শুনে অর্পিতা বলেন, ‘‘আমি ডিএলও-র সঙ্গে কথা বলব। যাঁরা উদ্বোধনের জন্য বই পাঠিয়েছেন, তাঁরা নিশ্চয় অনেক দিন আগেই পাঠিয়েছেন। তাই এত দিনেও কেন তাঁদের বই রিভিউ হল না, সে খোঁজ নিচ্ছি। দ্রুত যাতে উদ্বোধনের ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন