নিখোঁজ সাংবাদিক, বাড়ছে ধন্দ

তিন দিন পরেও সন্ধান মিলল না আলিপুরদুয়ারের সাংবাদিক চয়ন সরকারের। সিআইডি অবশ্য তদন্তে অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে। সরকারি সূত্রের খবর, বুধবার দুপুরে আলিপুরদুয়ার আদালতে চয়নবাবুর অন্তর্ধান কাণ্ডের তদন্তে আরও এক সাংবাদিকের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০৩:৩১
Share:

তিন দিন পরেও সন্ধান মিলল না আলিপুরদুয়ারের সাংবাদিক চয়ন সরকারের। সিআইডি অবশ্য তদন্তে অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে। সরকারি সূত্রের খবর, বুধবার দুপুরে আলিপুরদুয়ার আদালতে চয়নবাবুর অন্তর্ধান কাণ্ডের তদন্তে আরও এক সাংবাদিকের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।

Advertisement

চয়নবাবুর পরিবারের লোকজনের দাবি, কয়েকদিন আগে তাঁর বাড়িতে হামলা করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পুলিশের কাছে সে বিষয়ে লিখিত অভিযোগও করেন চয়ন। রবিবার সেই ঘটনায় অভিযুক্ত ৮ তৃণমূল কর্মীকে গ্রেফতারও করা হয়। সেই রাত থেকেই নিখোঁজ হয়ে যান চয়নবাবু। তাঁর কাকা প্রবীণবাবুর দাবি, চয়নবাবুকে অপহরণ করা হয়েছে। আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ বলেন, “ঘটনার তদন্ত চলছে। এর বেশি কিছু বলব না।”

আলিপুরদুয়ার আদালতের সরকারি আইনজীবী জহর মজুমদার জানান, শেষ যে সাংবাদিকের সঙ্গে চয়নবাবুর দেখা হয়েছিল, পুলিশ তাঁকে এই দিন জেরা করেছে। ওই সাংবাদিক চয়নবাবুর সহকর্মী। জহরবাবু বলেন, ‘‘বুধবার আলিপুরদুয়ার বিচার বিভাগীয় আদালতের বিচারক অনীক বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই সাংবাদিক সুমন্ত সিংহ গোপন জবানবন্দিও দেন।’’

Advertisement

তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীর দাবি, “সিআইডি তদন্ত করছে। আমরা চাইছি ওই সাংবাদিকে তারা দ্রুত উদ্ধার করুক। সত্য সামনে আসুক।” আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক আরএসপি-র নির্মল দাসেরও বক্তব্য, ‘‘নানা কথা শোনা যাচ্ছে। কিন্তু প্রথমে চয়নকে উদ্ধার করাটাই জরুরি। তার মুখ থেকেই সব শুনতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন