Arjun Singh

ইজ়রায়েলের পতাকা হাতে মিছিল, মামলাও

রামনবমীর দিন, রবিবার কাঁকিনাড়ায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, বিজেপি নেতা অর্জুন সিংহকে ওই দেশের পতাকা হাতে দেখা গিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ০৭:১৯
Share:

অর্জুন সিংহ। —ফাইল চিত্র।

রামনবমীর শোভাযাত্রায় ইজ়রায়েলের পতাকা ব্যবহার নিয়ে এ বার তৃণমূল কংগ্রেসের করা অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করল পুলিশ। রামনবমীর দিন, রবিবার কাঁকিনাড়ায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, বিজেপি নেতা অর্জুন সিংহকে ওই দেশের পতাকা হাতে দেখা গিয়েছিল। অর্জুনের অবশ্য বক্তব্য, “গত বছর একটি সম্প্রদায়ের ধর্মীয় শোভাযাত্রায় প্যালেস্টাইনের পতাকা এবং অস্ত্র ছিল। তখন তৃণমূল চুপ ছিল। ইজ়রায়েল আমাদের বন্ধু দেশ। ফলে, তাদের পতাকা আমাদের হাতে থাকবে।” রামনবমী উপলক্ষে মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং রামনবমী উৎসব কমিটি আয়োজিত হাবড়ায় একটি শোভাযাত্রাতেও কয়েক জনের হাতে ইজ়রায়েলের পতাকা ছিল। অভিযোগ, পুলিশ সেই পতাকা ছিঁড়ে দিয়েছে। তার পরেই দু’পক্ষে হাতাহাতি বাধে। প্রতিবাদে হাবড়া স্টেশন মোড়ে যশোর রোড অবরোধ করা হয়। শোভাযাত্রায় ছিলেন বিজেপি নেতারাও। পুলিশ বিষয়টি নিয়ে মন্তব্য করেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement