Khela Hobe Controversy

‘বিধানসভায় রেফারি থাকে না’! আইসি-কে পাশে বসিয়ে হুঁশিয়ারি মালদহের তৃণমূল নেতার, বিতর্ক

গত বিধানসভা ভোটে ‘খেলা হবে’ স্লোগান দিয়ে প্রচারে ঝড় তুলেছিল তৃণমূল। সেই স্লোগানকে ‘ভোট-সন্ত্রাসের হুমকি’ হিসাবেই দেখেছিল বিরোধীরা। বিতর্কও হয়েছিল তা নিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৮
Share:

(বাঁ দিক থেকে) হরিশ্চন্দ্রপুর থানার আইসি এবং তৃণমূল নেতা জিয়াউর রহমান। —নিজস্ব চিত্র।

গত বিধানসভা ভোটে ‘খেলা হবে’ স্লোগান দিয়ে প্রচারে ঝড় তুলেছিল তৃণমূল। সেই স্লোগানকে ‘ভোট-সন্ত্রাসের হুমকি’ হিসাবেই দেখেছিল বিরোধীরা। বিতর্কও হয়েছিল তা নিয়ে। সেই বিতর্কই আবার ফিরে এল মালদহে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি-কে পাশে বসিয়ে ‘বিধানসভা ভোটে খেলা হবে’ হুঁশিয়ারি দিতে শোনা গেল এক তৃণমূল নেতাকে। তা নিয়ে সমালোচনায় সরব বিরোধীরা। তাঁদের বক্তব্য, ফের ‘খেলা হবে’ বলে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে শাসকদল।

Advertisement

বৃহস্পতিবার মালদহের হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল মাঠে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি-ও। সেই মঞ্চ থেকেই বিরোধীদের হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি জিয়াউর রহমানকে। প্রকাশ্যে আসা ভিডিয়োয় শাসকদলের নেতাকে বলতে শোনা গিয়েছে, ‘‘খেলায় আমরা দেখি, বিরোধীরা আটকানোর জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে রেফারি লাল কার্ড দেখায়। সামনে বিধানসভা নির্বাচন আসছে। বন্ধু, ভাই, কর্মীরা তৈরি হও। খেলা হবে। সেখানে কোনও রেফারি থাকবে না। কোনও লাল কার্ড থাকবে না। নিজেরা নিজের মতো করে তৈরি হও।’’

এই ঘটনায় সিপিএম, বিজেপি, কংগ্রেস একযোগে তৃণমূলকে কটাক্ষ করেছে। বিজেপি নেতা উজ্জ্বল দত্ত বলেন, ‘‘আইসিকে পাশে বসিয়ে তৃণমূলের নেতারা বড় বড় কথা বলছেন। ঔদ্ধত্য দেখাচ্ছেন। বলছেন, রেফারি থাকবে না! রেফারি থাকবে কী করে? পুলিশ তো আপনাদের পাশে বসে রয়েছে। তাই পুলিশের কাছ নিরপেক্ষতা আশা করছি না। তবে মনে রাখবেন, ২০২৬ সালের ভোটে কিন্তু খেলা হবে। জনগণই সে খেলা খেলবেন। পুলিশ প্রশাসন সরে গেলে দু’মিনিটিও টিকবে না দলটা।’’

Advertisement

জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, ‘‘চাঁচলের এসডিপিও-কে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement