Coronavirus Hotspots In West Bengal

কেন্দ্রের তালিকায় রাজ্যের ‘হটস্পট’ কোনগুলি, দেখে নিন

সংক্রমণ ধরা পড়েছে অথচ ‘হটস্পট’ নয়, রাজ্যে এমন জেলা রয়েছে ৮টি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ১২:১৫
Share:

লকডাউনে স্তব্ধ দেশ। ছবি: পিটিআই

দেশের ১৭০টি জেলাকে করোনা সংক্রমণের ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া-সহ এ রাজ্যের মোট চার জেলা। ‘হটস্পট’ না হলেও সংক্রমণ ধরা পড়েছে রাজ্যের আরও আট জেলাতে। যদিও কেন্দ্রের ঘোষণার আগেই, কিছু এলাকাকে চিহ্নিত করে ফেলেছিল রাজ্য সরকার। তবে ‘হটস্পট’ নয়, সেগুলিকে ‘স্পর্শকাতর’ বা ‘হাই রিস্ক জোন’ বলা হচ্ছিল।

Advertisement

বুধবার কেন্দ্রের ঘোষণা করা ওই তালিকায় রয়েছে দেশের ছ’টি মেট্রো শহর। কলকাতা ছাড়াও ‘হটস্পট’ হিসাবে ঘোষণা করা হয়েছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু হায়দরাবাদ, চেন্নাই, জয়পুর ও আগ্রাকে। এর মধ্যে সংক্রমণ ক্রমশ তীব্র হচ্ছে মুম্বইয়ে। বুধবার পর্যন্ত দেশের বাণিজ্য নগরীতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৯৬ জন। করোনার ত্রাসে কাঁপছে দিল্লিও। উদ্বেগ বেড়েছে কলকাতাতেও। কারণ, কলকাতারও একাধিক জায়গা থেকে করোনা সংক্রমণ ধরা পড়েছে। ‘হটস্পট’ হিসাবে বাছাই করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনাকে। কলকাতা ছাড়াও রাজ্যের হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনাকেও ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্র।

এ ছাড়াও সংক্রমণ ধরা পড়েছে, কিন্তু ‘হটস্পট’ নয়, এমন ২০৭টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। এই ‘নন হটস্পট’-এর মধ্যে এ রাজ্যের আটটি জেলা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। যেখানে করোনা রোগী ধরা পড়েছে সেখানে সংক্রমণ মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিস্তারিত আলোচনাও হয়েছে। করোনা সংক্রমণের ক্ষেত্রে তৃতীয় একটি স্তরও রাখা হয়েছে কেন্দ্রীয় সরকারের ওই তালিকায়। সেটি হল, ক্লাস্টারযুক্ত হটস্পট, অর্থাৎ জেলার কোনও বিশেষ এলাকাকে গণ্ডিবদ্ধ করা হয়েছে। সেই তালিকায় অবশ্য পশ্চিমবঙ্গের কোনও জেলা নেই।

Advertisement

আরও পড়ুন: কেন্দ্রের ১৭০টি ‘হটস্পটে’-র মধ্যে কলকাতা, হাওড়া-সহ রাজ্যের ৪ জেলা

দ্বিতীয় দফার লকডাউন শুরু হওয়ার তিন দিনের মাথায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৪০০-র বেশি মানুষের।

আরও পড়ুন: এনআরএসের প্রসূতির করোনা পজিটিভ, সদ্যোজাত-সহ মাকে পাঠানো হচ্ছে বাঙুরে

গ্রাফিক: শৌভিক দেবনাথ

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন