Coronavirus in Bengal

রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ৫০৪, সংক্রমণের হার কমেছে, বললেন মুখ্যসচিব

মুখ্যসচিব এ দিন বলেন, ‘‘রাজ্যের ৩ কোটি ৪০ লাখ বাড়িতে গিয়ে রাজ্যের স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যেই সমীক্ষা শেষ করেছেন। তার মধ্যে ৭ হাজার জনের বেশি জনকে চিহ্নিত করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’’ 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ১৯:৩৭
Share:

করোনা ছোঁয়া বাঁচিয়ে কাজ করছেন কলকাতা পুরসভার কর্মীরা। ছবি: এএফপি।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ জন। সব মিলিয়ে সোমবার পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫০৪। সোমবার নবান্নে এমনটাই জানালেন মুখ্যসচিব রাজীব সিংহ। সেই সঙ্গে তিনি জানান, রাজ্যে ‘ডাবলিং রেট’ বা সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হওয়ার হার অনেকটাই কমেছে। মুখ্যসচিবের দাবি, মার্চ মাসের প্রথম সপ্তাহে ৪ দিনে সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল। এপ্রিল মাসের মাঝামাঝি সেই হার কমে হয় ৬ দিন। বর্তমানে সেটাই ৯ দিনে হচ্ছে। এই তথ্য দিয়ে মুখ্যসচিব ইঙ্গিত দেন যে রাজ্যে সংক্রমণের পরিমান কমছে।

Advertisement

এ দিন মুখ্যসচিব জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১০৯ জন। রোগমুক্ত হওয়ার শতাংশ কেন্দ্রীয় হারের সমান বা তার থেকেও বেশি বলে দাবি করেন মুখ্যসচিব। পাশাপাশি, মৃত্যুর হার সারা দেশের তুলনায় অনেক কম বলেও জানান তিনি। করোনায় মৃত্যুর জাতীয় হার ৩.১ শতাংশ হলেও রাজ্যে তা ২.৬ শতাংশ।

মুখ্যসচিব এ দিন বলেন, ‘‘রাজ্যের ৩ কোটি ৪০ লাখ বাড়িতে গিয়ে রাজ্যের স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যেই সমীক্ষা শেষ করেছেন। তার মধ্যে ৭ হাজার জনের বেশি জনকে চিহ্নিত করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’’ মুখ্যসচিব এ দিন গত ১ মাসের পরিসংখ্যানের পার্থক্য দিয়ে বলেন, ‘‘২৫ মার্চ আমাদের রাজ্যে পরীক্ষাকেন্দ্র ছিল ১টি। এখন রাজ্যে ১৪টি পরীক্ষাকেন্দ্র।’’ আরও ১০টি পরীক্ষাকেন্দ্র চালু করার জন্য আবেদন করা হয়েছে বলে জানান মুখ্যসচিব। তিনি বলেন, ‘‘২৫ মার্চ পর্যন্ত কোভিড পরীক্ষা করা হয়েছিল ২৪৪টি। ২৬ এপ্রিল টেস্টের সংখ্যা ১২ হাজার ৪৩টি। গড়ে ১ হাজার ১৫০টি করা হচ্ছে প্রতি দিন।’’

Advertisement

আরও পড়ুন: লকডাউন উঠে গেল, এই যুদ্ধের বেশির ভাগটাই জিতে গিয়েছি আমরা

এ দিন মুখ্যসচিব জানান, এখনও ৮টি জেলা গ্রিন জোনে রয়েছে। অর্থাৎ করোনামুক্ত। সেখানে কোনও সংক্রমণের ঘটনা ঘটেনি। অন্য দিকে, কালিম্পং এবং জলপাইগুড়িতে গত ২০ দিনে নতুন কোনও সংক্রমণের ঘটনা ঘটেনি। কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনা নিয়েও আশার কথা শোনান মুখ্যসচিব। তিনি বলেন, ‘‘কলকাতার ২২৭টি কনটেনমেন্টের মধ্যে গত ১৪ দিনে ১৮টি জোন থেকে কোনও নতুন সংক্রমণের খবর নেই। তেমনই হাওড়ায় ৫৬, উত্তর ২৪ পরগনার ৫৭টি কনটেনমেন্টের মধ্যে থেকে ১৩টি করে এলাকা থেকে নতুন সংক্রমণ নেই। একই রকম ভাবে পূর্ব মেদিনীপুরের ৮টি কনটেনমেন্টের ৫টিতেই গত দু’সপ্তাহে নতুন সংক্রমণের ঘটনা ঘটেনি।’’

আরও পড়ুন: সম্মানের সঙ্গে ত্রাণ বণ্টনের অভিনব পদ্ধতি, গোটা দেশে এমন ব্যবস্থা চালুর প্রস্তাব

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন