State News

আজ ‘জনতা কার্ফু’, জোর চান না মমতা

দলগতভাবে প্রধানমন্ত্রীর আবেদন নিয়ে আলাদা মত জানায়নি তৃণমূলও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২০ ০৪:২২
Share:

ছবি: পিটিআই।

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘জনতা কার্ফু’ কর্মসূচিতে রাজ্য সরকার কোনওরকম ‘জোর’ করবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বলেন, ‘‘এটা একটা সাধারণ স্বাস্থ্য-সুরক্ষা বিধি। এ নিয়ে আতঙ্কিত হব না তবে সতর্ক অবশ্যই থাকব। আমরা মানবিক। তাই জোর করে কিছু চাপিয়ে দেব না।’’

Advertisement

দলগতভাবে প্রধানমন্ত্রীর সেই আবেদন নিয়ে আলাদা মত জানায়নি তৃণমূলও। দলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘এই অবস্থায় সরকার আর দলের ফারাক নেই। মুখ্যমন্ত্রী করোনা মোকাবিলায় করণীয় সমস্ত কিছু ব্যাখ্যা করেছেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে মানুষ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করবেন।’’ সিপিএম নেতা নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘এই ‘জনতা কার্ফু’ ভাঙার ভাবনা আমাদের নেই। করোনা পরিস্থিতিতে কারও চিকিৎসা বা অন্য প্রয়োজনে দলের নেতা ও কর্মীরা প্রস্তুত থাকবেন।’’

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘সকালে হাঁটতে বেরিয়ে সকলকে ‘জনতার কার্ফু’ পালনের অনুরোধ করব। ৭টার মধ্যে বাড়ি ফিরে নিজেও কর্মসূচি পালন করব।’’ দিলীপবাবু বলেন, ‘‘আমি শঙ্খধ্বনিও করব। তাতে জীবাণুমুক্তি হয়।’’

Advertisement

আরও পড়ুন: কালোবাজারি, মজুতদারি রুখতে কড়া হচ্ছে নবান্ন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন