Coronavirus

মেডিক্যালে আরও ৪ চিকিৎসক করোনায় আক্রান্ত, নেগেটিভ রিপোর্ট ৫৫ জনের

এই রিপোর্ট আসার পর রীতি মতো উদ্বেগের পরিবেশ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২০ ১৪:২৭
Share:

মেডিক্যাল কলেজে এখনও পর্যন্ত ৭ চিকিৎসকের রিপোর্ট পজিটিভ এল। ছবি:পিটিআই

আগেই তিন চিকিৎসকের কোভিড-১৯ টেস্টের পর রিপোর্ট পজিটিভ এসেছিল। এ বার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের আরও ৪ চিকিৎসক করোনায়ভাইরাসে আক্রান্ত হলেন। এই রিপোর্ট আসার পর রীতি মতো উদ্বেগের পরিবেশ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

Advertisement

মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে এক মহিলার করোনা ধরা পড়ার পর, ওই বিভাগে কর্মরতদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ৭ চিকিৎসকের রিপোর্ট পজিটিভ এল। তবে ৫৫ জনের রিপোর্ট নেগেটিভও এসেছে। এর মধ্যে চিকিৎসক ছাড়াও নার্স এবং স্বাস্থ্যকর্মীরা রয়েছেন।

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, যে সাত চিকিৎসক করোনায় আক্রান্ত, তাঁদের মধ্যে ৬ জনই প্রসূতি বিভাগে কর্মরত ছিলেন। এক জন মেডিসিন বিভাগে কর্মরত। এর মধ্যে ৪ জন জুনিয়ার ডাক্তারও রয়েছেন। যাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে, তাঁরা আপাতত কোয়রান্টিনে থাকবেন বলে জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন: সঙ্গে সঙ্গে ফল জানাতে নিষেধ, র‌্যাপিড টেস্টের রূপরেখা তৈরি রাজ্যে

মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ইন্দ্রনীল বিশ্বাস বলেন, “সাত জনের পজিটিভ এসেছে, কিন্তু ৫৫ জনের নেগেটিভ এসেছে। চিন্তার কোনও কারণ নেই। পরিষেবায় কোনও অসুবিধা হবে না।”

নারকেলডাঙার বাসিন্দা এক প্রসূতি সম্প্রতি মেডিক্যাল কলেজের ইডেন বিল্ডিংয়ে ভর্তি হন। শিশু জন্ম নেওয়ার পর, তাঁর করোনার উপসর্গ দেখা যায়। কোভিড-১৯ পরীক্ষার পর জানা যায়, তিনি করোনা পজিটিভ। কিন্তু তত ক্ষণে ওই প্রসূতির সংস্পর্শে চলে এসেছেন সেখানকার চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের একাংশ। ওই চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদেরই কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট একে একে পজিটিভ আসতে শুরু করেছে। তবে এখনও পর্যন্ত যাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে, তাদের কারও অবস্থা সঙ্কটজনক নয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আজ থেকে কিছু ছাড়, তবে হটস্পটে কড়া নিয়মে সিল বহু পাড়া

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement