Coronavirus in West Bengal

সাফল্য বজায় থাক, বার্তা প্রশাসনের

শনিবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে যান জেলাশাসক ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমারও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ০৩:৪৯
Share:

ছবি: এএফপি।

‘‘জেলায় এখনও কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। এই সাফল্য ধরে রাখতে হবে।’’ —শনিবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে এই পরামর্শ দিলেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা। সেইসঙ্গে, ভবিষ্যতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন কোনও রোগীর মৃত্যু হলে, ওই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনও গুজব বা আতঙ্ক না ছড়ায় সেইদিকেও চিকিৎসক ও নার্সদের সতর্ক থাকার নির্দেশ দিলেন জেলাশাসক।

Advertisement

শনিবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে যান জেলাশাসক ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমারও। হাসপাতালে আইনশৃঙ্খলার অবনতি হলে, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে বলে চিকিৎসক ও নার্সদের এ দিন আশ্বাস দেন সুমিত। প্রথমে তাঁরা হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পাল ও সুপার তথা সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায়ের সঙ্গে বৈঠক করেন। পরে তাঁরা হাসপাতালের লেকচার থিয়েটারে আইসোলেশন ওয়ার্ডের চিকিৎসক ও নার্সদের সঙ্গেও কথা বলেন। বৈঠকে অধ্যক্ষ, সুপার তথা সহকারী অধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রশাসনিক কর্তারা হাজির ছিলেন।

এ দিনের বৈঠকে জেলাশাসক হাসপাতাল কর্তৃপক্ষকে বলেন, ‘‘উত্তর দিনাজপুর জেলায় এখনও পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। এটা ধরে রাখতে হবে। চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। মনে রাখবেন জেলায় পিপিই, মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজ়ারের কোনও অভাব নেই।’’

Advertisement

কয়েকদিন আগেই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়। কোভিডে মৃত্যু হয়েছে বলে গুজব রটলেও ওই পরে রোগীর সোয়াব পরীক্ষার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। জেলাশাসক এ দিন চিকিৎসক ও নার্সদের বলেন, ‘‘ভবিষ্যতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন কোনও রোগীর মৃত্যু হলে, ওই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনও আতঙ্ক না ছড়ায় সেইদিকে আপনারা কড়া নজর রাখবেন। সরকারি নির্দেশ মেনে মৃতদেহ সংরক্ষণ ও হস্তান্তর নিয়ে যাতে কোনও গুজব না ছড়ায় সেইদিকেও নজর রাখতে হবে।’’

পুলিশ সুপারও বলেন, ‘‘আপনারা নির্ভয়ে কাজ করুন। পুলিশকর্মীরা হাসপাতালে সর্বক্ষণ নজর রেখেছেন। হাসপাতালে আইনশৃঙ্খলার অবনতি হলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন