Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক আক্রান্ত তিনশোর উপর, কোভিডে মৃ্ত্যু তিন জনের

বুধবার স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১৩ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ২৩:৫৯
Share:

ফাইল চিত্র।

মঙ্গলবারের পর বুধবারও বাড়ল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা। বেড়ে তা তিনশো ছাড়াল। বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। তবে তা পাঁচ শতাংশের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে তিন জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১৩ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ৫ হাজার ৫৩৫ জন।

রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৪৯ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ১০ হাজার ১২৪ জনের। দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ৩.০৯ শতাংশ। প্রসঙ্গত, যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যা কমে ৩ হাজার ৩৮০।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement