Coronavirus

রাজ্যে করোনা পজিটিভ ৬১, সাংবাদিক বৈঠকে বললেন মমতা

স্বাস্থ্যভবনের বুলেটিন বলে অপপ্রচার চালানো হচ্ছে। সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে। অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২০ ১৬:২১
Share:

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে একটি রাজনৈতিক দলের আইটি সেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলায় রাজ্যে গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড তৈরি করার ঘোষণা করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। ওই বোর্ডে থাকছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

• এখন রাজনীতি করার সময় নয়

Advertisement

• কিছু রাজনৈতিক দলের আইটি সেল স্বাস্থ্যভবনের বুলেটিন বলে অপপ্রচার চালাচ্ছে, সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে

• আমরা কেন্দ্রের থেকে এখনও কোনও সাহায্য পাইনি

• রাজ্যে মোট পজিটিভ কেস ৬১

• আমরা নতুন করে পথ খুঁজছি

• মাত্র ৫৫টি কেস ৭ টি পরিবারের মধ্যে

• রাজ্যে করোনা আক্রান্তের ৯৯ শতাংশের সঙ্গে বিদেশি যোগ রয়েছে।

• রোগ নিরাময়ের পথ খুঁজছে রাজ্য

• রাজ্যে মৃত ৩ সুস্থ ১৩

• বেলেঘাটা আইডি ও এসএসকেএম দারুণ কাজ করছে

• আগে ছিল নোটবন্দি, এখন হয়েছে ঘরবন্দি

• মানুষ খুব কষ্টের মধ্যে রয়েছে

• কত দিন এমন থাকতে হবে জানি না

• আমরা রাজ্যে গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড তৈরি করছি

• বোর্ডে থাকছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

• হু-র প্রাক্তন রিজিওনাল ডিরেক্টর

• মহারাষ্ট্র করোনার বিরুদ্ধে লড়াই করছে

• তামিলনাড়ু, দিল্লি, কেরল, উত্তরপ্রদেশেও একই পরিস্থিতি

• অনেকে সুস্থ হয়েছেন, বাড়ি ফিরেছেন

• রোগীরা ওষুধে সাড়া দিচ্ছেন

• রাজ্যে ওষুধের কোনও অভাব নেই

• এখনই চা বাগান খোলা হচ্ছে না

• কেন্দ্রের গাইডলাইন বলছে চা বাগান খুলে দিতে

• কিন্তু শ্রমিকরা কাজ করতে ভয় পাচ্ছেন

• রাজ্য সরকার ১১ লক্ষ পিপিই অর্ডার দিয়েছে

• ২ লক্ষের বেশি পিপিই আমাদের কাছে আছে

• কেন্দ্রের কাছে ৫ লক্ষ পিপিই চেয়েছিলাম

• যা পাওয়া উচিত ছিল তা পাইনি

• টাকা দিয়েও আমরা সরঞ্জাম পাইনি

• গতকাল মাত্র ৩ হাজার পিপিই কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে

• এটা কি করোনার সঙ্গে লড়াই করার জন্যে?

• একটা পিপিই হলুদ রঙ করে পাঠানো হয়েছে

• রাজ্য ৫ লক্ষ এন-৯৫ মাস্ক চেয়েছিল, কেন্দ্র দিয়েছে মাত্র ১০ হাজার

• আমাদের কাছে মাত্র ৪০টি কিট ছিল, তাই নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৩০১

• এই পরিসংখ্যান পাওয়ার পর আশা করি আর কেউ রাজনীতি করার চেষ্টা করবেন না

• গুরুতর অসুস্থরা বাঙুর হাসপাতালে ভর্তি হন

• চিকিৎসক ও নার্সদের ভাল থাকতে হবে

• কেউ যেন রোগ না লুকোয়

• রোগ হলে পাড়া থেকে তাড়িয়ে দেওয়ার মানসিকতা বদলান

• এখন থেকে ডেঙ্গির ব্যাপারে সচেতন হন

• পরে যেন দুটো রোগ না সামলাতে হয়

• ফেক নিউজ বন্ধে কড়া ব্যবস্থা নিচ্ছি, পুলিশকে নির্দেশ দিয়েছি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement