Coronavirus

রাজ্যে করোনা আক্রান্ত ৪ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৩

এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত মোট ১ হাজার ৪৮৬ জন সুস্থ হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭২ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২০ ১৯:১৩
Share:

প্রতীকী ছবি।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৪ হাজার। সোমবার রাজ্য সরকারের দেওয়া হিসাবে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০০৯। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। এই নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১১। কো-মর্বিডিটিতে আরও ৭২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে রাজ্যে।

Advertisement

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই প্রতিদিন অনেক মানুষ চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এ দিন জানান, এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত মোট ১ হাজার ৪৮৬ জন সুস্থ হয়েছে। তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭২ জন।

পরিযায়ী স্পেশাল ট্রেন চালু হওয়ার পর থেকেই বিভিন্ন রাজ্যে আটকে পড়া এ রাজ্যের শ্রমিকরা ফিরতে শুরু করেছেন। তবে ঘূর্ণিঝড়ের জন্য গত কয়েক দিন সেই ট্রেনগুলি আসতে পারেনি। কাল থেকে ফের সেই ট্রেন আসতে শুরু করছে বলে এ দিন নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। তিনি বলেন, ‘‘পরিযায়ী শ্রমিকদের জন্য মোট ২২৫টি ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে। তার মধ্যে ১৯টি ট্রেন ইতিমধ্যেই রাজ্যে ঢুকেছে। ২০৬টি এখনও আসতে বাকি। সেগুলি ধাপে ধাপে রাজ্যে পৌঁছবে।’’

Advertisement

আরও পড়ুন: করোনা শঙ্কা বেড়েই চলেছে, মোট আক্রান্ত এক লক্ষ ৪৫ হাজার, মৃত ৪১৬৭

আরও পড়ুন: পুর এলাকায় জল-বিদ্যুৎ ফিরছে, যুদ্ধের গতিতে গ্রামাঞ্চলে কাজ, জানাল রাজ্য

তবে এই ট্রেনগুলিতে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক রাজ্যে পৌঁছলে তাঁদের কোয়রান্টিনে রাখার বিষয়টি নিয়েও উদ্বেগ বেড়েছে রাজ্য প্রশাসনের। স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের হোম কোয়রান্টিনে রাখার উপর জোর দেওয়া হচ্ছে। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনার উপসর্গ দেখা দিলেই হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন