Calcutta High Court

রাজ্য রিপোর্ট দিল হাইকোর্টে

এ দিন প্রায় একই ধরনের অন্য একটি মামলার শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তীও রাজ্য সরকারের কাছে সবিস্তার রিপোর্ট তলব করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ০২:৩০
Share:

ফাইল চিত্র।

করোনা সংক্রমণ নিয়ে জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করেছে রাজ্য সরকার। আজ, শুক্রবার আবার সেই মামলার শুনানি হতে পারে।

Advertisement

মামলার আবেদনকারী চিকিৎসক ফুয়াদ হালিমের কৌঁসুলি বিকাশরঞ্জন ভট্টাচার্য ও শামিম আহমেদ বৃহস্পতিবার ভিডিয়ো-বৈঠকের মাধ্যমে আদালতে অভিযোগ করেন, রাজ্যে করোনায় মৃত ও আক্রান্তের তথ্য গোপন করা হচ্ছে। যে-সব চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্তদের চিকিৎসা করছেন, তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা নেই। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর নির্দেশিকা মেনে পরীক্ষা করা হচ্ছে না। এ দিন প্রায় একই ধরনের অন্য একটি মামলার শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তীও রাজ্য সরকারের কাছে সবিস্তার রিপোর্ট তলব করেছেন। এই মামলা দায়ের করেছেন আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী।

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন