Coronavirus updates of West Bengal

করোনায় গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু ১৭ জনের, আক্রান্ত ৩৪৩ জন

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে এখন বেশি সংখ্যায় কোভিড-১৯ টেস্ট করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৯ হাজার ৫১৬টি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২০ ২১:০৭
Share:

ফাইল চিত্র।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হল ১৭ জনের। তার মধ্যে কলকাতাতেই মারা গিয়েছেন ১০ জন। স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩২ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৪৩ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁতে চলেছে। এ দিন পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা ৯৩২৮।

Advertisement

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে এখন বেশি সংখ্যায় কোভিড-১৯ টেস্ট করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৯ হাজার ৫১৬টি। এই নিয়ে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৭ হাজার ৪১৯। করোনা-যুদ্ধ জয় করে সুস্থ হয়ে এখনও পর্যন্ত বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২৮ জন। মারা গিয়েছেন ২৭৫ জন। হাওড়ায় আক্রান্ত ১ হাজার ৫২৪ জন। মারা গিয়েছেন ৫৫ জন। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছে ১ হাজার ২৫৮ জন, দার্জিলিঙে ১২৮ জন, কোচবিহারে ২১৭ জন। এই মুহূর্তে রাজ্যে হোম কোয়রান্টিনে রয়েছেন ১ লক্ষ ৫৫ হাজার ৮২৪ জন। সরকারি কোয়রান্টিনে রয়েছেন ২০ হাজার ২৭৫ জন।

Advertisement

আরও পড়ুন: পৃথিবীর গভীরতম অংশে পৌঁছলেন ৬৮ বছরের মহিলা মহাকাশচারী

আরও পড়ুন: উড়ন্ত বিমানের তিন দিক থেকে বজ্রপাত, শেষে পর্যন্ত কী পরিণতি হল দেখুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement