Malda CPIM

মালদহে সম্পাদক বদল সিপিএমের

সর্বসম্মতিতেই সেই প্রস্তাব জেলা কমিটিতে পাশ হয়েছে। কৌশিক অবশ্য সিপিএমের রাজ্য কমিটির সদস্য নন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ০৮:৪০
Share:

কৌশিক মিশ্র। নিজস্ব চিত্র।

তিন বারের মেয়াদ পেরিয়েও জেলা সম্মেলনে সিপিএমের মালদহ জেলা সম্মেলনে সম্পাদক হয়েছিলেন অম্বর মিত্র। সম্মেলন-পর্ব মিটে যাওয়ার পরে এ বার তাঁর জায়গায় নতুন জেলা সম্পাদক হলেন কৌশিক মিশ্র। মালদহে জেলা কমিটির বৈঠকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুমিত দে এবং রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষের উপস্থিতিতে নতুন জেলা সম্পাদক হিসেবে কৌশিকের নাম প্রস্তাব করেন অম্বরই। সর্বসম্মতিতেই সেই প্রস্তাব জেলা কমিটিতে পাশ হয়েছে। কৌশিক অবশ্য সিপিএমের রাজ্য কমিটির সদস্য নন। পরে তাঁকে রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য করা হবে বলে দলীয় সূত্রের বক্তব্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন