CPM leader joins TMC

গড়িয়ায় সিপিএমে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন সিপিএম কাউন্সিলর অলোক কয়াল

গড়িয়ায় বাম শিবিরে ধাক্কা। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রাজপুর-সোনারপুর পুরসভার তিন বারের প্রাক্তন কাউন্সিলর অলোক কয়াল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৯:৩৯
Share:

—নিজস্ব চিত্র।

গড়িয়ায় বাম শিবিরে ধাক্কা। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রাজপুর-সোনারপুর পুরসভার তিন বারের প্রাক্তন কাউন্সিলর অলোক কয়াল। শনিবার দলীয় কর্মসূচিতে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক প্রধান নজরুল আলি মণ্ডল, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সির পিন্টু দেবনাথ এবং ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়।

Advertisement

তৃণমূলে যোগ দিয়ে অলোক বলেন, ‘‘মানুষের সেবায় কাজ করাই আমার প্রধান লক্ষ্য। সিপিএমে থেকে আমি মানুষের জন্য কাজ করতে পারছিলাম না। উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগ দিলাম। দল আমাকে যে দায়িত্ব দেবে, আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব।’’

তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের প্রত্যেক কর্মীই মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই আদর্শেই অনুপ্রাণিত হয়ে বহু মানুষ আমাদের সঙ্গে আসছেন, দল আরও শক্তিশালী হচ্ছে।”

Advertisement

অনেকের মতে, এই যোগদান শুধু গড়িয়ায় নয়, গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলায় সিপিএমের সংগঠনে বড় ফাটলের ইঙ্গিত দিচ্ছে। ফলে আসন্ন বিধানসভা এবং পুর নির্বাচনে এর প্রভাবও পড়তে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement