ডিএলএড প্রশিক্ষণে মিলবে সরকারি বই

প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষকের চাকরির প্রশিক্ষণের জন্য ‘ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন’ (ডিএলএড) নামে এই পাঠ্যক্রমের বই প্রকাশ করছে সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ০২:৫৫
Share:

প্রতীকী ছবি।

প্রশিক্ষণের জন্য পাঠ্যক্রম ছিল। কিন্তু এত দিন বইয়ের অভাব ছিল বাজারে। কিনতে গিয়ে হয়রান হতে হত পড়ুয়াদের। বেশির ভাগ সময়েই মিলত না বই। ফলে পাঠ্যক্রমটাই অসম্পূর্ণ থেকে যেত অনেক সময়। এ বার সেই সমস্যা কাটতে চলেছে।

Advertisement

প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষকের চাকরির প্রশিক্ষণের জন্য ‘ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন’ (ডিএলএড) নামে এই পাঠ্যক্রমের বই প্রকাশ করছে সরকার। স্টেট কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এসসিইআরটি)-এর উদ্যোগে প্রকাশিত হচ্ছে সেই পাঠ্যবই। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্প্রতি সেই বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সেটি প্রকাশিত হলে জেলায় জেলায় ওই প্রশিক্ষণে কয়েক হাজার পড়ুয়া উপকৃত হবেন বলেই মনে করছে এসসিইআরটি।

এসসিইআরটি সূত্রে জানা গিয়েছে, মোট ১১টি বই প্রকাশ করা হচ্ছে। জানুয়ারির শুরুতেই সব বই বাজারে চলে আসবে। এবং খুব দ্রুত তা পৌঁছে যাবে জেলার সব প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজে। সরকারি প্রশিক্ষণ কলেজে যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরা বইগুলো বিনামূল্য পাবেন বলেই জানাচ্ছেন এসসিইআরটি-র কর্তারা।

Advertisement

প্রশিক্ষণরত কিছু পড়ুয়ার অভিযোগ, বেসরকারি কয়েকটি প্রকাশনা সংস্থা কয়েকটি বই বার করেছিল ঠিকই। কিন্তু সেই সব বই জেলার বইয়ের দোকানে সব সময় পাওয়া যেত না। বই কিনতে হলে কলকাতায় আসতে হত। সব বই কলকাতাতেও পাওয়া যেত না। সরকার বই দিলে অনেক সুবিধা হবে বলেই আশা করছেন পড়ুয়ারা। এর ফলে সব থেকে বেশি উপকৃত হবেন মেধাবী গরিব পড়ুয়ারা।

এসসিইআরটি-র গবেষক সুব্রত বিশ্বাস জানান, ঠিকঠাক বই না-থাকায় অনেক সময় পড়ুয়াদের শিক্ষক হওয়ার প্রশিক্ষণই সম্পূর্ণ হত না। ‘‘সরকারি বইগুলো ‘ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন ২০১৪’ অনুযায়ী লেখা হয়েছে। দামও সাধ্যের মধ্যে রাখা হয়েছে,’’ বলেন সুব্রতবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন