রাহুলের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিচু তলার পুলিশ কর্মীদের অপরাধী তৃণমূল পেটানোর ডাক দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। ওই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটের তিনটি থানায় অভিযোগ দায়ের করেছেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের তিন নেতা। তাঁদের দাবি, ওই মন্তব্যের জন্য রাহুলবাবুকে গ্রেফতার করতে হবে। রাহুলবাবু অবশ্য ওই অভিযোগকে কোনও গুরুত্বই দেননি।

Advertisement
শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০২:৫৬
Share:

নিচু তলার পুলিশ কর্মীদের অপরাধী তৃণমূল পেটানোর ডাক দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। ওই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটের তিনটি থানায় অভিযোগ দায়ের করেছেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের তিন নেতা। তাঁদের দাবি, ওই মন্তব্যের জন্য রাহুলবাবুকে গ্রেফতার করতে হবে। রাহুলবাবু অবশ্য ওই অভিযোগকে কোনও গুরুত্বই দেননি।

Advertisement

রানি রাসমণি অ্যাভিনিউয়ে বৃহস্পতিবার দলের আইন অমান্য কর্মসূচিতে রাহুলবাবু নিচু তলার পুলিশ কর্মীদের উদ্দেশে বলেন, ‘‘তৃণমূলের মধ্যে যারা অপরাধী আছে, আপনারা তাদের পেটাতে শুরু করুন। না হলে পুলিশের মান মর্যাদা ফিরবে না।’’ এই প্রেক্ষিতে ওই দিন রাতেই উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সহ সভাপতি সুভাষ বসু ও বিধাননগর পুরসভার বিদায়ী দুই কাউন্সিলর সুধীর সাহা এবং বাণীব্রত বন্দ্যোপাধ্যায় রাহুলবাবুর বিরুদ্ধে বিধাননগর উত্তর, দক্ষিণ এবং বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের বক্তব্য, বিজেপি-র রাজ্য সভাপতির ওই ‘উত্তেজক’ মন্তব্যে অশান্তি ছড়িয়ে পড়তে পারে।

রাহুলবাবুর বক্তব্য, ‘‘তৃণমূলের ওই অভিযোগের কোনও গুরুত্বই নেই। এতে আরও বেশি করে প্রমাণিত হল, তৃণমূল পুলিশ পেটানোর ছাড়পত্র চাইছে। তারা পুলিশ পেটাবে! আর পুলিশ সেটা সহ্য করবে! মানুষ সবই দেখছেন এবং বুঝছেন!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement