বয়লার ফেটে মৃত্যু হল পাঁচ শ্রমিকের। মঙ্গলবার হাওড়ার সাঁকরাইল শিল্পতালুকে অ্যালুমিনিয়াম চ্যানেল তৈরির কারখানায় বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মৃত গণেশ যাদব (৫৫) ও বিশাল কুমারের (২৬) বাড়ি বিহারে। অলোকেশ ঢালির (২৬) বাড়ি ধুলাগড়িতে। সন্দীপ রাউত (৩০) হুগলির এবং বিলাস দাস (৩০) পাঁচলার বনহরিশপুরের বাসিন্দা।