Abhijit Gangopadhyay

চাকরিহারাদের দল অভিজিতের কাছে

সাংসদের মতে, যে হেতু বিষয়টি সুপ্রিম কোর্টের এক্তিয়ারের মধ্যে রয়েছে, তাই পুনর্বিবেচনার যে আর্জি নিয়ে যাওয়া হবে, সেটার উপরে সবটা নির্ভর করছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ০৫:০৫
Share:

ভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন চাকরিহারা আন্দোলনকারীদের একাংশ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সিপিএমের আইনজীবী-সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের পরে রবিবার বিজেপি সাংসদ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন চাকরিহারা আন্দোলনকারীদের একাংশ। বিধাননগরে অভিজিতের বাড়িতে এ দিন গিয়েছিলেন তাঁরা। সাংসদের মতে, যে হেতু বিষয়টি সুপ্রিম কোর্টের এক্তিয়ারের মধ্যে রয়েছে, তাই পুনর্বিবেচনার যে আর্জি নিয়ে যাওয়া হবে, সেটার উপরে সবটা নির্ভর করছে। সেই আর্জিতে শিক্ষকেরা যদি সবটা বুঝিয়ে সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারেন, তা হলে সর্বোচ্চ আদালত আন্তরিকতার সঙ্গে বিবেচনা করতে পারে। তবে পুনর্বিবেচনার আর্জি যে সুপ্রিম কোর্ট বিবেচনা না-ও করতে পারে, সে কথাও তমলুকের সাংসদ তাঁদের জানিয়ে দিয়েছেন। অভিজিৎ বলেছেন, ‘‘এই সমস্যার সমাধান হাই কোর্টের ডিভিশন বেঞ্চেই হয়ে যেতে পারতো। রাজ্য সরকার চায়নি বলেই, হয়নি। রাজ্য সরকার নিজেদের দুর্নীতি ঢাকতে জটিলতা বজায় রাখতে চায়।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কথাও বিশ্বাস করা যায় না বলেও তিনি মন্তব্য করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন