State News

ওড়িশা উপকূলে নিম্নচাপের জের, দিনভর বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

একটু বেলা হতে না হতেই পাল্লা দিয়ে চড়ছিল গরমের পারদ। ভ্যাপসা, গুমোট গরমে ঘর্মাক্ত দশা হচ্ছিল রাজ্যের। অবশেষে নিম্নচাপের ‘দয়া’য় কিছুটা হলেও হাঁফ ছাড়ল রাজ্যবাসী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ১০:২৪
Share:

বৃষ্টির মধ্যেও কর্মস্থলে পৌঁছনোর তাড়া। ফাইল চিত্র।

বর্ষাকাল যে কে দেখে বলবে? গত কয়েক দিন ধরেই সাত সকালে তাজা রোদ। একটু বেলা হতে না হতেই পাল্লা দিয়ে চড়ছিল গরমের পারদ। ভ্যাপসা, গুমোট গরমে ঘর্মাক্ত দশা হচ্ছিল রাজ্যের। অবশেষে নিম্নচাপের ‘দয়া’য় কিছুটা হলেও হাঁফ ছাড়ল রাজ্যবাসী।

Advertisement

কিন্তু কতদিনের এই স্বস্তি?

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, ওড়িশার উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের জেরেই গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। নিম্নচাপের জন্য আজ সারাদিনই আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। তাপমাত্রাও কমবে অনেকটাই। ফলে স্বস্তি পাবেন রাজ্যবাসী।

Advertisement

আরও পড়ুন: বাংলার গর্ব রক্ষার ডাক অমর্ত্যের

দিল্লির মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ ওড়িশার মূল ভূখণ্ডের দিকে সরে যেতে পারে। এই বৃষ্টিতে ধান চাষীরা বিশেষ ভাবে উপকৃত হবেন বলেও জানিয়েছে হাওয়া অফিস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন